ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় লাঙ্গল ও আপেল প্রতীকের সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষে ৮ জন আহত

মঠবাড়িয়ায় লাঙ্গল ও আপেল প্রতীকের সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষে ৮ জন আহত

মঠবাড়িয়া প্রতিনিধি >>:

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) একক আসনে মহাজাট প্রার্থী জাতীয় পার্টির নেতা ডা.রুস্তম আলী ফরাজীর লাঙ্গল প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমানের আপেল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আট জন আহত হয়েছে বলে জানাগেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বয়াতীর হাট নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮জন আহত হন। আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আহতরা হলেন লাঙ্গল প্রতীকের সমর্থক উপজেলার শিংগা গ্রামের হাসিব মিয়া (১৮), ভেচকী গ্রামের আরিফ হোসেন (২০), কামাল হোসেন (২৫) ও স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের সমর্থক শামসুল হক (৬৫), আমির হোসেন (৩০), আইনজীবি রণজিত হালদার (৪০) ও মোজাম্মেল ফকির (৪০)।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে মহাজোটের মনোনয়ন পায় জাতীয় পার্টির বর্তমান এমপি ডা. রুস্তম আলী ফরাজী। এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়ে আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতায় মাঠে নামেন। এ নিয়ে বিবাদমান আওয়ামী লীগের দুই পক্ষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার রাতে উপজেলার বয়াতীর হাটে লাঙ্গল মার্কাার সমর্থকরা একটি নির্বচনী সভায় যোগদানের জন্য মিছিলের প্রস্ততি নিচ্ছিল। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরাও মিছিলের প্রস্তুতি নিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয় পক্ষে ৮জন সর্মক আহত হন। এছাড়া একটি মটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকাত আনোয়ার বলেন, ঘটনা স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। কোন পক্ষ হতে লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...