ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে নাশকতা সৃষ্টির অভিযোগে ৩ জামায়াত নেতা আটক! অস্ত্র উদ্ধার

পিরোজপুরে নাশকতা সৃষ্টির অভিযোগে ৩ জামায়াত নেতা আটক! অস্ত্র উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে নাশকতা সৃষ্টির অভিযোগে তিন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের বাইপাস এলাকার সাঈদী ফাউন্ডেশনের সামনে থেকে তাদের একটি মাইক্রোবাস সহ আটক করা হয়। আটককৃতরা হলো, বরিশালের মেহেন্দীগঞ্জের মৃত আফতাব হোসেনের ছেলে মো. সোহরাব হোসেন জুয়েল (৪৮), কাউখালীর বিড়ালঝুড়ি গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের পুত্র মো. শওকত আলী (৪২) এবং সদর উপজেলার নামাজপুর গ্রামের সোহরাব আলী শেখের পুত্র মো. নুরুল ইসলাম (৩৫)। পুলিশ এ সময় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে । উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো, ১টি পাইপগান, ৬ রাউন্ড গুলি, ৪টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, ৪টি রামদা, ২টি হকিস্টিক, ১৬টি জিআই পাইপ, ৩টি চা পাতি, ৩টি ডেগার।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, আজ মঙ্গলবার দুপুরের দিকে টহল পুলিশের একটি দল শহরের পুরাতন বাস স্টান্ডে ডিউটিরত অবস্থায় ইন্দুরকানী থেকে একটি লাল রংয়ের মাইক্রোবাস আসলে পুলিশ তাদের থামতে নির্দেশ দেয়। কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে চালক দ্রুত চালিয়ে বাইপাস সড়কের পাশে সাঈদী ফাউন্ডেশনের ভিতর ঢুকে পড়ে। পুলিশও পিছু নিয়ে ধাওয়া করে তিন জনকে আটক করে। এ সময় মাইক্রোবাসের চালক সহ বেশ কয়েকজন জামায়াত কর্মী পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

পুলিশ জানায় এরা জামায়াতের সক্রিয় কর্মী এবং আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য তারা তৎপরতা চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...