ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় বৈশাখী মেলায় জুয়া ও উচ্ছৃঙ্খলতা রোধে প্রশাসনের কঠোর সতর্কতা

মঠবাড়িয়ায় বৈশাখী মেলায় জুয়া ও উচ্ছৃঙ্খলতা রোধে প্রশাসনের কঠোর সতর্কতা

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় এবার সমাগত বাংলা নববর্ষ করণ ও মেলায় আইনশৃংলা শান্তিপূর্ণ রাখতে কঠোর সতর্কতা মূলক ব্যবস্থা নেবে। বৈশঅখী মেলায় জুয়া ও সকল প্রকার উচ্ছুংখলা রোধে পুলিশ প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে নানা উদ্যোগ নিয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলায় আইনৃংলা পরিস্থিততি অনুকুলে রাখার বিষয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চৈত্রসংক্রান্তি পহেলা বৈশাখ উদযাপনকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাদেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান, ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, থানার অফিসার-ইন-চার্জ গোলাম সরোয়ার, ইউপি চেয়ারম্যান আবদুস ছোবাহান শরীফ, শাহজাহান হাওলাদার, ফজলুল হক খান রাহাত, এ বি এম ফারুক হাসান, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, হারুন অর রশীদ তালুকদার, মিরাজ মিয়া ও নাছির উদ্দিন হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ।

সভায় বক্তারা নববর্ষ বরণের সকল অনুষ্ঠানে পুলিশের বিশেষ সতর্কতামূলক নজরদারীর জোর দাবি জানান। এ সময় ওসি গোলাম সরোয়ার নববর্ষ বরণের সকল অনুষ্ঠানে জুয়া খেলা, যৌন হয়রানি ও উচ্ছৃঙ্খলতা রোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে আশ্বাস দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...