ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে তিন জেলের কারাদন্ড

পিরোজপুরে তিন জেলের কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুর সদর উপজেলায় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে তিন জেলেকে তিনদিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদেরকে দুইশ’ টাকা জরিমানা অনাদায়ে আরও তিনদিনের কারাদ- দেওয়া হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৯টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশের নের্তৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। দ-প্রাপ্তরা হলেন আফজাল হোসেন (৪৮), রতন দাশ (৩০) ও নিত্যানন্দ দাশ (৬০)। পিরোজপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার জানান, রাতে উপজেলার বলেশ্বর নদে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বাঁধা জাল এবং কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় আফজাল, রতন ও নিত্যানন্দ নামে তিন জেলেকে আটক করা হয়। এ সময় তিনটি বাঁধা জাল ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে কারাদ- দিয়ে কারাগারে পাঠায়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...