ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাঠালিয়ায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের দুই বছরের কারাদন্ড

কাঠালিয়ায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের দুই বছরের কারাদন্ড

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি▶️

ঝালকাঠির কাঁঠালিয়ায় মো. পলাশ গোলদার নামে এক শিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম আজ রবিবার উপজেলার আমুয়া আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক পলাশ গোলদারকে এ দন্ডাদেশ দেন। জেএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা হলে প্রশ্নপত্রের সমাধান সরবরাহ করার অপরাধে আটক করা হয়।
দন্ডিত মো. পলাশ গোলদার আমুয়া আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম শামিম বিষয়টি নিশ্চিত কওে জানান,পরীক্ষা চলাকালিন শিক্ষ পলাশ গোলদার অফিস সহকারীর দায়িত্ব পালন করছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় বিষয়টি তার নজরে আসলে ওই শিক্ষককে আটক করে মোবাইল কোর্টে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৯ (ক) ধারায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম।
এছাড়া দায়িত্ব অবহেলার দায়ে ওই ভেন্যুর তিন কক্ষ পরির্দশককে বহিস্কার করাসহ নকল করার দায়ে ওই কেন্দ্র থেকে চার শিক্ষার্থী এবং কাঠালিয়া সদর ফাযিল মাদ্রাসা জেডিসি কেন্দ্র থেকে একজনকে বহিস্কার করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...