ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় এনজিও সোনালী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক গ্রাহকদের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মানববন্ধন

মঠবাড়িয়ায় এনজিও সোনালী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক গ্রাহকদের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি▶️

পিরোজপুরের মঠবাড়িয়ায় সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিও স্থানীয় কয়েক হাজার গ্রাহকের জমাকৃত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ প্রতারণার প্রতিবাদ ও ভূক্তভোগি গ্রাহকদের সমুদয় অর্থ ফেরত পাওয়ার দাবিতে ভূক্তভোগি গ্রাহক ও সচেতন এলকাবাসি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ সোমবার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শহরের শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাশে অনুষ্ঠিত হয়। এতে তিনসহস্রাধিক জনতা অংশ নেন।

শেষে মঠবাড়িয়া উপজেলা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আ.লীগ নেতা মো. আরিফ উল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, সাংবাদিক সিদ্দিকুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন ও সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিও মাইক্রোক্রেডিট এর লাইসেন্স নিয়ে মঠবাড়িয়ার ১১ ইউনিয়নে ৭টি শাখার মাধ্যমে উপজেলায় শত শত সমিতি গঠন করে। ওই ্এনজিও সাত হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় সাড়ে সাত কোটি হাতিয়ে নেয়। এরপর এনজিওটি গ্রাহকদেও মুনাফা তো দুরের কথা জমাকৃত সমুদয় অর্থও ফেরত না দিয়ে সংস্থার কার্যক্রম গুটিয়ে নেয়। এ নিয়ে আদালতে মামলা হলে আদালত গত এক বছর আগে সংস্থাটির মাইক্রোক্রেডিট লাইসেন্স বাতিল করে। কিন্তু ভূক্তভোগী গ্রাহকরা আজও তাদের সমুদয় অর্থ ফেরত পায়নি।

সমাবেশে বক্তারা আগামী সাত দিনের মধ্যে গ্রাহকের টাকা ফেরত না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণের হুশিয়ারী দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...