ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরের ইন্দুরকানিতে ২১ দিন পর কবর থেকে ছাত্রের লাশ উত্তোলণ

পিরোজপুরের ইন্দুরকানিতে ২১ দিন পর কবর থেকে ছাত্রের লাশ উত্তোলণ

পিরোজপুর প্রতিনিধি ↪️

খুলনা সিএমএম ম্যাজিষ্ট্রেট আদালতের নির্দেশে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা থেকে মৃত্যুর ২১ দিন পর কবর থেকে এক ছাত্রের লাশ উত্তোলণ করা হয়েছে। পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জিব দাস এর উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রাম থেকে স্কুল ছাত্র মেহেদী হাসানের লাশ উত্তোলন করা হয়।

মেহেদী হাসান (১৭) ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মোঃ রজিম হাওলাদারের পুত্র এবং খুলনা রূপসা বহুমুখি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

মেহেদী হাসানের মা পাপরি বেগম জানান, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে খুলনার রুপশা এলাকায় বসবাস করতো। কোরবানীর ঈদের পরদিন মেহেদীর বন্ধু একই এলাকার আকাশ দাওয়াত খাওয়ার কথা বলে মেহেদিকে নিয়ে যায়। রাতে আকাশ জানায় মেহেদী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আহত অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। দশ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৩ সেপ্টেম্বর মেহেদী হাসান মারা যায়।
মেহেদী হাসানের মা পাপরি বেগম আরো জানান, মৃত্যুর কিছুদিন পর তিনি সহ তার পরিবারে লোকজন জানতে পারে যে মেহেদী হাসান সড়ক দুর্ঘটনায় মারা যায়নি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তাই তিনি এ ব্যাপারে নিজে বাদী হয়ে খুলনা আদালতে গত ২১ সেপ্টেম্বর ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে খুলনা সিএমএম ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আমিনুল ইসলাম লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন।

পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জিব দাস জানান, খুলনা সিএমএম ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারক আমিনুল ইসলামের নির্দেশ মোতাবেক লাশ কবর থেকে উত্তোলণ করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...