ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ায় স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

ভান্ডারিয়ায় স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

ভান্ডারিয়া প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাওলানা নাসির উদ্দিন(৫৫)নামে এক ধর্মীয় শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুল শিক্ষক মারা যান। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা রবিবার সকালে ওই স্কুল শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
এ হত্যার ঘটনায় অভিযুক্ত প্রতিপক্ষ পশ্চিম পশারীবুনিয়া সালাম হাওলাদার, তার ছেলে রমিজ হাওলাদার ও ভাগ্নে মিজানুর রহমান টিপু গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মাওলানা নাসির উদ্দিন (৫৫) ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়া গ্রামের মৃত আব্দুল গণি হাওলাদারের ছেলে।

ইকড়ি ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির ঘটনা নিশ্চিত করে জানান, ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়া গ্রামের মৃত সালাম হাওলাদারের সাথে প্রতিবেশী স্কুল শিক্ষক মাওলানা নাসির উদ্দিনের সাথে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষক সালাম হাওলাদারের দলবল নিয়ে স্কুল শিক্ষক নাসির উদ্দিনের বাড়ি-ঘর ভাংচুর শুরু করে। এ সময় স্কুল শিক্ষক নাসির উদ্দিন বাধা দিতে এলে তাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। স্থানীয়রা শিক্ষক নাসির উদ্দিনকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থোনান্তর করা হয়। পরে রবিবার সন্ধ্যায় আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়। সেখানে আজ সোমবার ভোর রাতে নাসির উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ হত্যাকান্ডের ঘটনায় নিহত স্কুল শিক্ষকের ছেলে পলাশ হাওলাদার বাদি হয়ে রবিবার ভান্ডারিয়া থানায় ১৩জনেক আসামী করে একটি মামলা দায়ের করেন।

ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহার নামীয় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলাচ্ছে পুলিশ। ঢাকা মেডিকেলে লাশের ময়না তদন্ত শেষে স্কুল শিক্ষকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...