ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বরগুনার বেতাগীতে শিক্ষিকা ধর্ষণকারীদের কঠার বিচার দাবিতে বামনায় শিক্ষকদের মানববন্ধন

বরগুনার বেতাগীতে শিক্ষিকা ধর্ষণকারীদের কঠার বিচার দাবিতে বামনায় শিক্ষকদের মানববন্ধন

মনোতোষ হাওলাদার,বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে গণধর্ষনের ঘটনায় অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবীতে বামনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগন অংশ নেন।
মানববন্ধনে শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বামনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহজাহান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজানন্দ শীল, কলেজ শিক্ষক সমিতির নেতা উপাধ্যক্ষ মহসীন কবীর, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,অঞ্জন চ্যাটার্জি, বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, শিক্ষক নেতা আনোয়ার হোসেন, মালেক গাজি, কল্যানী রানী, আসমা ইয়াসমীন, মোঃ মোস্তাফিজুর রহমান, মাহাবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানজুরুল হক বাক্কি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার প্রিন্স প্রমূখ।
এসময় বক্তারা বলেন যারা এই পাশবিক নির্যাতনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি। এখনো যারা গ্রেফতার হয়নি তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক।
উলেখ্য, গত ১৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে বরগুনার বেতাগী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে স্থানীয় ৬ যুবক স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় দুই জনকেই লাঞ্চিত করা হয় শারীরিক ভাবে। এমন অভিযোগে ওইদিন রাতেই বেতাগী থানায় গণধর্ষণের অভিযোগ এনে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছয়জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন ওই স্কুল শিক্ষিকা। পরবর্তিতে পুলিশ এ মামলায় তিন জনকে গ্রেফতার করে

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...