,

সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় মঠবাড়িয়ায় রূপান্তরের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

 

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় সুন্দরবনের দূষণ হ্রাস এবং পরিবেশগত বাস্তুতন্ত্রের উন্নয়নে রূপান্তরের যুব ফোরামের সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী বিশেষ রিফ্রেশার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। ১৯ ও ২০ ডিসেম্বর ২০২৫, এই দুই দিন মঠবাড়িয়া উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এবং হেলভেটাস (HELVETAS) ও জার্মান কো-অপারেশনের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল সুন্দরবনের দূষণ কমানো এবং পরিবেশের বাস্তুতন্ত্রের উন্নয়ন (Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans)।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রূপান্তরের জেলা প্রজেক্ট অফিসার শাহিদা বানু সোনিয়া। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মিলন হোসেন ও নাসরিন সুলতানা। তাঁরা সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দূষণ রোধে যুব সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ৩১ জন যুব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সুন্দরবনের পরিবেশ রক্ষায় ‘Youth Leadership’ বা যুব নেতৃত্বের বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়, যেন তরুণরা ভবিষ্যতে সুন্দরবনের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

এ বিষয়ে রূপান্তরের জেলা প্রজেক্ট অফিসার শাহিদা বানু সোনিয়া জানান, “সুন্দরবন রক্ষায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের সদস্যরা পরিবেশ দূষণ রোধে আরও দক্ষ ও সচেতন হয়ে উঠবে। আমরা আশা করছি, তারা নিজ নিজ এলাকায় সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় এবং জনসচেতনতা তৈরিতে বলিষ্ঠ নেতৃত্ব দেবে।”

About The Author

Leave a Reply