মঠবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড (Bangladesh Physics Olympiad — BdPhO) ২০২৬ সালের আঞ্চলিক পর্বের বরিশাল রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছেন মঠবাড়িয়ার ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রতিভাবান শিক্ষার্থী আহাদ আব্দুল্লাহ উৎস। স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্যে এই খবর নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বগুলো দেশে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল আঞ্চলিক রাউন্ডটি পরিকল্পনা অনুযায়ী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয়েছিল আজ শনিবার সকাল ১১ টায়। এই প্রতিযোগিতায় প্রাথমিক- মাধ্যমিক উভয় স্তরের প্রতিভাবান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং প্রশ্নপত্র সাধারণত তাদের শ্রেণিভিত্তিক সিলেবাসের সঙ্গে মিল রেখে হয়।
উল্লেখ্য, আহাদ আব্দুল্লাহ উৎস ইতিপূর্বে বিজ্ঞানের নানা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এ (চিত্রাঙ্কন বিভাগে) এবং বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এ উজ্জ্বল পারফরম্যান্স করে জাতীয় পর্যায়ে সেরা খেতাব অর্জন করেছিল। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মতে, আহাদ ছোটবেলা থেকেই বিজ্ঞান ও চিত্রকলা এ দুই ক্ষেত্রেই আগ্রহী ও নিষ্ঠাবান। সে নিয়মিত ক্লাস-রুটিনের পাশাপাশি বাড়িতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক ও নিজের অধ্যবসায়ের মাধ্যমে প্রস্তুতি নিয়েছে।
তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, এই সাফল্য মঠবাড়িয়ার মাত্রাতিরিক্ত সম্ভাবনাকে তুলে এনেছে এবং এলাকায় শিক্ষাবৃত্তি ও বৈজ্ঞানিক আগ্রহ বাড়াতে অনুপ্রেরণা যোগাবে।
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড হল দেশের একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা যেখানে বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ক্যাটেগরি থাকে, প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চশ্রেণি পর্যন্ত। প্রতিযোগিতার ধাঁচে আঞ্চলিক রাউন্ডের মাধ্যমে ট্যালেন্ট শনাক্ত করে, পরে স্থানীয় বিজয়ীরা জাতীয়/চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হন।
আঞ্চলিক রাউন্ডে জয়ী শিক্ষার্থীরা সাধারণত জাতীয় পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে; যদি আহাদ তার আঞ্চলিক বিজয়ী হিসেবে জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করেন এবং সেখানে সফল হন, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় প্রতিনিধিত্বের সম্ভাবনা তৈরি হতে পারে।








Leave a Reply
You must be logged in to post a comment.