ব্রেকিং নিউজ
Home - উপকূল - ভাণ্ডারিয়ার শিয়ালকাঠি স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা

ভাণ্ডারিয়ার শিয়ালকাঠি স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা

ভাণ্ডারিয়া প্রতিনিধি :

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামকে স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা করা হয়েছে। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয় । এ নিয়ে ভাণ্ডারিয়ার মোট চারটি গ্রাম স্বাস্থ্যসম্মত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়।

আজ মঙ্গলবার সকালে নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের তারার হাসি শিখন শিকড় কেন্দ্রের সম্মূখে গ্রামবাসিদেও নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়ার কর্মসূচি কর্মকর্তা আগষ্টিন সরকার, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি পূরবী রানী প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ বলেন, মানুষকে সুস্থ থাকতে পরিস্কার পরিচ্ছন্নতা এবং নিরাপদ পানি পান ও ব্যবহারে বিকল্প নাই। শুধু নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকলে চলবে না, আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্যসম্মত গ্রাম গঠনে সচেতন জনমানুষের উদ্যোগ ও ভূমিকা পালন জরুরী।

শেষে গ্রামবাসিদের মাঝে পরিবার প্রতি ৩টি স্যানিটারি ন্যাপকিন, তিনটি সাবান ও ১ প্যাকেট ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...