ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

কাউখালী প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধের দাবিতে মানবন্ধন করেছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসি। আজ সোমবার উপজেলার পূর্ব আমরাজুরি ও মাগুরা গ্রামবাসী সহ সর্বস্তরের জনসাধারণের সম্মিলিত উদ্যোগে নদী তীরের এক কিলোমিটার এলাকাজুড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় গ্রামবাসি, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

শেষে সমাবেশে মানববন্ধন বক্তব্য দেন, আমরাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, আমরাজুরী বাজার কমিটির সভাপতি কায়েস হাওলাদার, আওয়ামীলীগ নেত্ াশাহ জামান তালুকদার, ব্যবসায়ী নেতা কাউসার জামিল দ্বীপ, ফেরি ঘাট জামে মসজিদের ইমাম গাজী আনোয়ার হোসেন, শিক্ষার্থী মাইয়াজ ইসলাম প্রমূখ।

ভূক্তভোগি এলাকাবাসি বলেন, কাউখালীর আমরাজুরী ফেরিঘাট, বাজার সহ বিভিন্ন স্থাপনা সন্ধ্যা নদীর ভাঙ্গনের কবলে পড়ে কাউখালী-শেখেরহাট-ঝালকাঠি সড়ক নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিপন্ন এ বাইপাস সড়কটি উন্নয়নের নামে আরো অনুপযোগী করে ফেলা রাখায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বর্তমানে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে বিস্তৃর্ণ জনপদ বিলীনের আশংক দেখা দিয়েছে।

স্থানীয় আমরাজাড়ি বাজার কমিটির সভাপতি কায়েস হাওলাদার বলেন,, নদী ভাঙ্গনে গত এক বছরে প্রায় অর্ধশতাধিক দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত এক মাসে পাঁচবার দোকান স্থানান্তর করা হয়েছে।

কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন, নদী ভাঙন রোধে আগামী এক মাসের মধ্যে কোন পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেও নদী ভাঙ্গন রোধ করতে পারছি না। আমরা স্থায়ীভাবে কিছু করার উপজেলা চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করছি।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...