ব্রেকিং নিউজ
Home - উপকূল - রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে পিরোজপুরে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরামের সংবাদ সম্মেলন

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে পিরোজপুরে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরামের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর :
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে ২০২৫ সালের মধ্যে নূন্যতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম পিরোজপুর জেলা শাখা। বেসরকারী উন্নয়ন সংস্থা ‘রুপান্তর’ অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেকের সভাপতিত্বে এবং সাংবাদিক খালিদ আবুর সঞ্চালনায় লিখিত মুল প্রবন্ধ পাঠ করেন, মঠবাড়িয়ার শাপলেজা ইউনিয়নের ইউপি সদস্য অপরাজিতা ফাহমিদা মুন্নী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কাজী রুহিযা বেগম হাসি, জেলা মহিলা পরিষদের…., সুরাইয়া আক্তার হেপি, সাংবাদিক এ কে আজাদ,খেলাফত হোসেন খসরু, রিনা সুলতানা,রুপান্তরের জেন্ডার ট্রেনিং অফিসার খলিলুর রহমান,ট্রেনিং অফিসার ঝুমুর কর্মকার, জেলা সমন্বয়কারী উজ্জল কুমার পাল, উপজেলা সমন্বয়কারী সাহিদা বানু ও সীমা বিশ্বাষ প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ অনুচ্ছেদে ২০২০ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারী সদস্য রাখার কথা থাকলেও আজ ২০২২ সালেও তা বাস্তবায়িত হয়নি। তাই আগামী ২০২৫ সালের মধ্যে ৩৩% নারী প্রতিনিধিত্ব রাখার সুস্পষ্ট বিধান সহ পূর্ণাঙ্গ আইন হিসাবে পাশ করে আরপিওতেযুক্ত করার জন্য আহবান জানানো হয়। এবং জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার আগামী ২০৩০ সালের মধ্যে সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহন ৫০ ভাগ নিশ্চিতের দাবী জানানো হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...