ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ফসল ও ৫ শতাধিক বসতির ক্ষতি

মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ফসল ও ৫ শতাধিক বসতির ক্ষতি

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে অর্ধশত বিদ্যুতের খুটি, ৫ শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতি, মাছের ঘের ও পুকুরের এর ব্যপক ক্ষতি সাধিত হয়েছে। সেই সাথে অবিরাম বৃষ্টিতে কৃষকের শীতকালীন সবজি ও আমনের কৃষি জমি পানির নীচে নিমজ্জিত হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে পল্লীবিদ্যুৎ তিররণ ব্যবস্থা। বিদ্যুতের খুঁটি হেলে পড়ে ও বিদ্যুত লাইনে গাছপালা উপরে পড়ে বিদ্যুত ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে পড়েছে। প্রত্যন্ত এলাকায় ঝড়ের দুইদন পরেও বিদ্যুত সচল করা যায়নি। উপজেলার ৪ লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়েছেন।।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, উপজেলার ১১টি ইউনিয়নে সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টি ও অমাবস্যার জ্যোয়ের পানিতে ডুবে আমন ধান ১২ হেক্টর শীতকালীন আগাম শাক সবজি ১ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।
পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া আঞ্চলিক অফিস সূত্রে জানাগেছে, সোমবার সিত্রাং চলাকালিন সময় গাছপালা ঊপড়ে ২০৮ পয়েন্টে সংযোগ তার ছিড়ে বিচ্ছিন্ন রয়েছে। যার মেরামতের কাজ চলমান।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, সোমবার রাতে প্রায় ৫ শতাধিক ঘর আংশিক, ব্যাপক ফসলের ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রতিটি আশ্রয় কেন্দ্রে বণ্যা দুর্গত মানুষদের মধ্যে শুকনা খাবার বিতরন করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...