ব্রেকিং নিউজ
Home - উপকূল - ঘুর্ণিঝড় অশনি মোকাবেলায় পিরোজপুর উপকূলে প্রস্তুতি সম্পন্ন

ঘুর্ণিঝড় অশনি মোকাবেলায় পিরোজপুর উপকূলে প্রস্তুতি সম্পন্ন

পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পিরোজপুরের উপকূলীয় এলাকায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার বিরাজ করছে। ফলে সোমবার সকাল থেকে এ এলাকার আকাশ মেঘাচ্ছন্নতার পাশাপাশি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি হচ্ছে, বইছে হালকা বাতাসও। নদীতে বাড়তে শুরু করেছে পানি। তবে জনগনের মাঝে এখনো অতটা উদ্বেগের কারন হয়ে দাড়ায়নি অশনি।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করায় এর প্রাথমিক প্রস্তুতিও নিতে শুরু করেছেন স্থানীয় প্রশাসন। পিরোজপুরে সোমবার দুপুরে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোল্লা আজাদ হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সিনিয়র প্রকৌশলী আরিফুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মাওলা মোঃ মেহেদী হাসান, এসিল্যান্ড পিরোজপুর সদর ফারহানা আক্তার, বাংলাদেশ সংবাদ সংস্থার গৌতম চৌধুরী, বাংলাদেশ বেতারের মাহমুদ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের এস.এম পারভেজ, ইত্তেফাক এর ষ্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, রেডক্রিসেন্ট এর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় যে, পিরোজপুর জেলার ৭টি উপজেলার ২৪৭টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া সাড়ে পাঁচ হাজার শুকনো খাবার, প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকদেরকেও প্রস্তুত রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ঘুর্ণিঝড়ের সাথে জলোচ্ছাস মোকাবেলায় ১৩৯ কিলোমিটার বেরীবাঁধ তৈরী করা হয়েছে মঠবাড়িয়ায়। এছাড়া ভান্ডারিয়ায় ৬০ কিলোমিটার এবং সদরে ও ইন্দুরকানীতে ১৪৫ কিলোমিটার বাঁধ রয়েছে। বাঁধের অবস্থা মোটামুটি মজবুত রয়েছে। জেলা প্রশাসক বলেন এখন পর্যন্ত পিরোজপুরে আশংকার কিছু না থাকলেও আমরা ঘুর্ণিঝড়ের ক্ষয়-ক্ষতি মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছি। তিনি এ বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...