ব্রেকিং নিউজ
Home - উপকূল - ৭ ঘন্টা বন্ধ থাকার পরে পিরোজপুরে ব্যাটারী চালিত অটো-রিক্সা চলাচল শুরু

৭ ঘন্টা বন্ধ থাকার পরে পিরোজপুরে ব্যাটারী চালিত অটো-রিক্সা চলাচল শুরু

পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
সকাল থেকে প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পরে পিরোজপুরে জেলা প্রশাসনের আশ^াসে চালু হয়েছে ব্যাটারী চালিত অটো-রিক্সা। সড়কে ব্যাটারী চালিত অটো-রিক্সা নিয়ে বের হয়েছেন চালকরা। আজ মঙ্গলবার দুপুরে জেলা শ্রমিকলীগের সভাপতি ও ব্যাটারী চালিত অটো-রিক্সা সমিতির সভাপতি মজনু তালুকদার নিশ্চিত করেছেন ।
সকাল ১০টার দিকে জেলা বাস মালিক সমিতি কর্তৃক ব্যাটারী চালিত ইজিবাইক/অটোরিক্সাসহ বিভিন্ন ছোট যানবাহন জেলা শহরের সড়কে চলাচল বাধাগ্রস্থ করায় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে স্মারকলিপি পেশ করেছেন জেলা ব্যাটারী চালিত ইজিবাইক/অটোরিক্সাসহ বিভিন্ন ছোট যানবাহন এর শ্রমিকরা। এ ব্যাপরে বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা বাস মালিক সমিতি কর্তৃক গাড়ী চলাচল বাধার বিষয়টি নিয়ে এক সভা ডাকা হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জেলা শ্রমিকলীগের সভাপতি ও ব্যাটারী চালিত অটো-রিক্সা সমিতির সভাপতি মজনু তালুকদার জানান, জেলার বাস মালিক সমিতি রাস্তায় ব্যাটারী চালিত অটো-রিক্সা বাধা দেওয়ার কারণেই আমরা সব অটো-রিক্সা বন্ধ করে দিয়েছিলাম। যা জেলা প্রশাসনের আশ^াসে আমরা তুলে নিয়েছি। তবে বিকালে সভায় বিষয়টির যথাযথ সমাধান না হলে আমরা জেলার ব্যাটারী চালিত ইজিবাইক/অটোরিক্সাসহ বিভিন্ন ছোট যানবাহন শ্রমিকদের পক্ষে আরো কঠোর কর্মসূচী গ্রহন করবো।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার ভোর থেকেই জেলা বাস মালিক সমিতি কর্তৃক ব্যাটারী চালিত ইজিবাইক/অটোরিক্সাসহ বিভিন্ন ছোট যানবাহন জেলা শহরের সড়কে চলাচল বাধাগ্রস্থ করায় ব্যাটারী চালিত অটো-রিক্সা বন্ধ করে দিয়েছিল জেলা ব্যাটারী চালিত ইজিবাইক/অটোরিক্সাসহ বিভিন্ন ছোট যানবাহন শ্রমিক ইউনিয়ন। এতে করে দুর-দুরান্ত থেকে কোর্ট-কাছারী ও শহরে প্রয়োজনে আসা সাধারণ মানুষরা বিপাকে পরেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...