ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরের নাজিরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

পিরোজপুরের নাজিরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা


পিরোজপুরে প্রতিনিধি🔴🟢
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, ‘বঙ্গবন্ধুর যোগ্য নেতৃত্বের কারনে বাংলাদেশ দেশ স্বাধীন হয়েছে। দেশটি একটি স্বাধীন দেশ হিসাবে বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে দাড়াতে পেরেছে। আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে তলাবিহীন ঝুড়ির একটি দেশ উন্নয়নশীল দেশ হিসাবে বিশে^র বুকে এগিয়ে যাচ্ছে। আজ সোমবার জেলার নাজিরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি প্রনব কুমার রায়ের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, মাটিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহ আলম ফরাজী, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, মালিখালী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল দাঁড়িয়া প্রমুখ।
এর আগে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের জন্য করোনার টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মো. হাসানাত ইউসুফ জাকি, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...