ব্রেকিং নিউজ
Home - উপকূল - বঙ্গবন্ধু সমবায় ভিত্তিক দেশ গঠনের কাজ শুরু করেছিলেন – মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী

বঙ্গবন্ধু সমবায় ভিত্তিক দেশ গঠনের কাজ শুরু করেছিলেন – মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি 🔴
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুই সমবায় ভিত্তিক দেশ গঠনের কাজ শুরু করেছিলেন। কিন্তু তার কাজ শেষ হবার আগেই তাকে স্ব-পরিবারে নিহত হতে হয়েছে। বঙ্গবন্ধুর উত্তরসুরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ৯৬ এর সরকার গঠন করে আবার নতুন করে মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, জেলে, খেটে খাওয়া মজুরসহ সকলের সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য সমবায় ভিত্তিক কর্মসূচী গ্রহন করেন।

শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সমবায় ভিত্তিক ব্যবস্থার মধ্য থেকে আমারা রাষ্ট্র ব্যবস্থার আমুল পরিবর্তন আনার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি। বিধি ভঙ্গ করে মানুষের অসহায়ত্ব দারিদ্রতার সুযোগ নিয়ে কেউ যেনো নীল চাষীদের মতো অসহায়দের নির্যাতনের শিকার করতে না পারে সেদিকে তিনি সমবায় কর্মকর্তাদের খেয়াল রাখার জন্য আহ্বান জানান।

জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, প্রেসক্লাব সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম,জেলা সমবায় অফিসার মো: শরিফুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার মজিবুল হক। এসময় বিভিন্ন সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ১০ জন সমবায়ীর মাঝে ক্রেস্ট বিতরন করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...