ব্রেকিং নিউজ
Home - উপকূল - ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই


ভাণ্ডারিয়া প্রতিনিধি 🔴
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে পৌর শহরের আল-আরাফাহ ইসলামী ব্যাংক সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে আনুমানিক পঁচিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, পৌর শহরের আল-আরাফাহ ইসলামী ব্যাংক সড়কে একটি লেপতোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট এ অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। আগুনে একটি লেপতোষক ও বেডিং এর দোকান, দুটি গার্মেন্টসের দোকান পুড়ে ছাই হয়।
খবর পেয়ে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ আলম আকন জানান, শীতকাল হওয়ায় বাজারের ব্যবসায়ীরা অন্যদিনের তুলনায় একটু আগে দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। রাত পৌনে দশটায় দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারিভাবে তাদের সহযোগিতার চেষ্টা করা হবে।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. পারভেজ আহমেদ জানান, খবর পেয়ে ভাণ্ডারিয়া স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...