ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে সাম্প্রদায়িক সহিংসতা রোধ ও সুষ্ঠু বিচারের দাবীতে সনাক‘র মানবন্ধন

পিরোজপুরে সাম্প্রদায়িক সহিংসতা রোধ ও সুষ্ঠু বিচারের দাবীতে সনাক‘র মানবন্ধন

Exif_JPEG_420

পিরোজপুর প্রতিনিধি 🔴

সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা রোধ ও অবিলম্বে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে পিরোজপুরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সনাক সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর এম. জহিরুল কাইউম, স্বজন এর সমন্বয়ক মোঃ মহিউদ্দীন আকন্দ ও খালেদা আক্তার হেনা এবং ইয়েস সদস্য প্রসেনজিত মিস্ত্রী।
এ সময় বক্তরা বলেন অবিলম্বে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এসকল ঘটনার রাজনৈতিক দোষারোপের রাজনীতি বাদ দিয়ে সুষ্ঠু বিচারিক ব্যবস্থা করার আহ্বান জানান। সাধারণ জনগণের পক্ষ থেকে দেশের উন্নয়নে বাধা হয় এমন সকল ঘটনার ন্যায়বিচার দাবি করেন বক্তারা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...