ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অপরাজিতাদের মতবিনিময় সভা

পিরোজপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অপরাজিতাদের মতবিনিময় সভা


পিরোজপুর প্রতিনিধি 🔴
উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক দলের নিয়মিত সম্মেলনের আয়োজনের জন্য চাপ প্রয়োগ করা সহ দলের সহ-সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণসহ ধর্মীয় গোড়ামী এবং পুরুষতান্ত্রিক মনোভাব থেকে নারীদের বেড়িয়ে আসতে হবে বলে মত দেন বিশেষজ্ঞরা ।

বুধবার সকালে পিরোজপুর শহরের বিশ^বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ মিলনায়তনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভায় বক্তরা এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক কমিটিতে নারী নেত্রীদের সংখ্যাগত, গুণগত মানবৃদ্ধিতে বিষয়বিভিত্তিক বিশেষজ্ঞগণের ভূমিকা সম্পর্কে বক্তরা আলোচনা করেন।

মতবিনিময় সভায় সদর উপজেলা ভাইস্-চেয়ারম্যান নাছিমা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখ্যেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নূরুল আলম, ব্রাকের জেলা সমন্বয়কারী বিভঞ্জন বিশ^াস, রয়েল বেঙ্গল ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না, অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল প্রমূখ। ধারনাপত্র পাঠ করেন অপরাজিতা প্রকল্পের পিরোজপুর সদর উপজেলা সমন্বয়কারী সীমা বিশ^াস । মতবিনিময় সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা ইউপি সদস্য, সাংবাদিকবৃন্দ ও অপরাজিতা প্রকল্পের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...