ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় গ্রামবাসির হাতে সুন্দরবনের অজগর আটক

মঠবাড়িয়ায় গ্রামবাসির হাতে সুন্দরবনের অজগর আটক


মঠবাড়িয়া প্রতিনিধি 🔻
পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রামবাসীর হাতে সুন্দরবনের এক অজগর আটক হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের কৃষক মো. সফিজ উদ্দিন হাওলাদার এর বাড়ির মুরগির খোপ থেকে গ্রামবাসী মিলে অজগরটি আটক করেন। আটককৃত অজগরটি ৮হাত লম্বা ওজন প্রায় ২৫ কেজি বলে জানিয়েছে স্থানীয়রা।

বেতমোর ইউনিয়নের ইউপি সদস্য মো. শাহ আলম সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের বিপন্ন অজগরটি স্থানীয় উলুবাড়িয়া গ্রামের কৃষক সফিজ উদ্দিনের মুরগির বাচ্চা খেতে রাতে খোপে ঢুকে পড়ে। সকালে পরিবারের এক শিশু হাস-মুরগির খোপ খুলতে গেলে অজগরটি দেখে চিৎকার দেয়। পরে গ্রামবাসী জড়ো হয়ে অজগরটিকে আটক করে। আট হাত লম্বা আটককৃত অজগরটির ওজন আনুমানিক ২৫ কেজি।

তিনি আরো জানান, গ্রামবাসীর কবল হতে অজগরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্তির জন্য ওই গ্রামের ইব্রাহিম হাওলাদারের জিম্মায় রেখে বনবিভাগে খবর পাঠানো হয়েছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশনের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিপন্ন অজগরটি জীতিব উদ্ধারের জন্য সুন্দরবনের বগী থেকে বনরক্ষীদেও পাঠানো হয়েছে। পরে বিপন্ন অজগরটি সুন্দরবনের গহীন বনে অবমুক্ত করে দেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...