ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ার টিয়ারখালীতে ২০শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করলেন এমপি

মঠবাড়িয়ার টিয়ারখালীতে ২০শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করলেন এমপি


মঠবাড়িয়া প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালীতে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বিকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই হাসপাতালের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন,সংসদ সদস্যের সহধর্মিণী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান, হলতা গুলিশাখালী ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, হলতা গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক খোকন, হলতা গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দীন আহমেদ ফারুক, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন পলাশ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম, সংসদ সদস্যর গণসংযোগ কর্মকর্তা আলী রেজা রনজু প্রমুখ।

প্রধান অতিথি সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী বলেন, সরকার সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই গ্রামে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এই আধুনিকায়ন করছে। হলতা গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী এলাকার সুবিধাবঞ্চিত হত দরিদ্র জনগোষ্ঠীর শতভাগ স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ সেবা প্রদানের জন্য এই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...