ব্রেকিং নিউজ
Home - উপকূল - স্বরপকাঠিতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

স্বরপকাঠিতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে এসএসসি পাস এক ছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন। বিয়ে বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম বর শাহ জামালকে ৫০ হাজার ও কনের পিতা মো. মাহবুব হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ওই ছাত্রীর বাড়ি উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পুর্ব অলংকারকাঠি গ্রামে। সে এবছর অলংকারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।
ওই ছাত্রীর বাড়িতে বাল্য বিয়ের আয়োজন চলছে- এমন গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে ভেঙে দেন এবং সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরকে ৫০ হাজার টাকা ও কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় তিনি ওই ছাত্রীকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নির্দেশ দেন। বর শাহ জামাল (৩৮) উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের নূর মোহাম্মদের পুত্র।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...