ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - সন্ধ্যার নিভৃত চরে অন্য নববর্ষ উৎসব

সন্ধ্যার নিভৃত চরে অন্য নববর্ষ উৎসব

বিশেষ প্রতিনিধি > পিরোজপুর কাউখালীর আমরাজুড়ী ইউনিয়নের সন্ধ্যা নদীর নিভৃত চরে আজ বৃহস্পতিবার পহেলা বৈশাখে বাঙালীর প্রাণের বাংলা নববর্ষ উদযাপন করেছে চরে আশ্রিত একদল সুবিধাবঞ্চিত শিশুরা। সন্ধ্যা নদীর নির্ভত আমরাজুড়ী চরের আবাসনে আশ্রিত প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে এক অন্যরকম বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সামাজিক উদ্যোক্তা আবদুল লতিফ খসরু বঞ্চিত শিশুদের নিয়ে এ ব্যাতিক্রমী আয়োজন করেন।

স্থানীয়দের সূত্রে জানাগেছে,আজ পহেলা বৈশাখে কাউখালীর সন্ধ্যা নদীর আমড়াজুড়ি চরের আবাসনের শিশুদের নিয়ে একটি ব্যাতিক্রমী নবর্ষ বরণ উৎসব অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের মিষ্টি ও ফল দিয়ে আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মধ্যে খেলনা সামগ্রী বিতরন ও ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার মধ্য দিয়ে চরের এসব শিশুরা নববর্ষ উদযাপন করে। বাকপ্রতিবন্ধী শিশু ও ছিন্নমুল শিশুরা নববর্ষে দিনভর মেতে উঠেছিল। শেষে ছিন্নমুল শিশুরা নাচ গান করে আনন্দ উল্লাস করে। উৎসবের খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকার লোকজন সকাল থেকে নিভৃত ওই চরে সমবেত হন।
এসময় আমড়াজুড়ি চরের আবাসনের সভাপতি মো. চাঁন মিয়া, চরবাসি গৃহবধূ মঞ্জিলা বেগম ও আব্দুল লতিফ খসরু অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে চরবাসি শিশুদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারাসহ নানা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...