ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - প্রয়াত মেজর (অবঃ)জিয়াউদ্দিন আহম্মেদ এর মামলার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি

প্রয়াত মেজর (অবঃ)জিয়াউদ্দিন আহম্মেদ এর মামলার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি

পিরোজপুর প্রতিনিধি ➡️

৭১’ মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার সদ্যপ্রয়াত মেজর অবঃ জিয়াউদ্দিন আহম্মেদ এর সেনাবাহিনীতে পাওনা বেতনভাতা পরিশোধে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন পিরোজপুরের বিশিষ্টজনেরা। আজ বুধবার বিশিষ্টজনেরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়েছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকান্ডের পরে জারি করা সামরিক আইনকে এবং ওই সময়ে গঠিত মার্শাল-ল ট্রাইবুন্যাল এবং অন্যান্য কার্যক্রমকে হাইকোর্টের একটি বেঞ্চের বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের দ্বৈত বেঞ্চ অবৈধ ঘোষনা করে। ২০১১ সালে মেজর জিয়াউদ্দিন আহম্মেদের দায়েরকৃত একটি রিট মামলায় নং- ১০৪৮ এর আদেশে মেজর জিয়াকে সামরিক বাহিনী থেকে অপসারন এবং মার্শাল-ল কোর্টে তার কারাদন্ড অবৈধ এবং আইন বর্হিভুত ঘোষনা করে তার সমুদয় পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দান করে। গত জুলাই মাসের ২৮ তারিখ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেজর জিয়াউদ্দিন উদ্দিন আহম্মেদ মৃত্যুবরণ করায় এ বীর মুক্তিযোদ্ধার পরিবারটি বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে।
বঙ্গবন্ধুৃ হত্যা মামলার অন্যতম স্বাক্ষী মেজর জিয়াউদ্দিন আহম্মেদ এর স্বপক্ষে হাইকোর্টের রায় বাস্তবায়নে নির্দেশ দানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এ স্মারকলিপি প্রদান করে পিরোজপুরের সর্বস্তরের মানুষ। স্মারক লিপিতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাডভোকেট এম এ মান্নান, পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড খান মো. আলাউদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি মসিউর রহমান মহারাজসহ পিরোজপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধানগন এবং বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...