ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ায় চালককে অচেতন করে ইজি বাইক ছিনতাই

ভান্ডারিয়ায় চালককে অচেতন করে ইজি বাইক ছিনতাই

ফারুক হোসেন খান, কাঁঠালিয়া প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়ার সুমন মিয়া(৩৮)নামে এক ইজিবাইক চালককে চেতনানশক খাইয়ে অচেনতন করে ইজি বাইক নিয়ে পালিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা।

আজ শনিবার সকালে পার্শ্ববর্তী কাঁঠালিয়া থানার পশ্চিম পাশে একটি বাসা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার কে ছে কাঁঠালিয়া থানা পুলিশ। অসুস্থ সুমনকে আমূয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ইজিবাইক চালক সুমন মিয়া ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের কৃষক আফজাল হোসেন মিয়ার ছেলে।

থানা ও হাসপতাল সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে ভান্ডারিয়া লঞ্চঘাট থেকে অজ্ঞাত দুই দূর্বৃত্তরা কাঠালিয়া আসার উদ্দেশ্যে ইজিবাইক ভাড়া করে। পথে কৌশলে যাত্রীবেশী ওই দুই দুর্বৃত্ত ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ সেবন করিয়ে অচেতন করে। পরে দুর্বৃত্তরা কাঠালিয়া থানার পশ্চিম পার্শ্বের সেলিনা মঞ্জিল নামে একটি নির্জন বাসার একটি কক্ষে ফেলে রেখে দরজায় তালা লাগিয়ে ইজি বাইক নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আজ শনিবার সকালে বাসার জানালা দিয়ে দিয়ে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কাাঁঠালিয়া থানার ওসি তদন্ত মো. ইউনুছ মিয়া জানান, ইজি বাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চেতনা নাশক ঔষধ খাওয়ানো হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের আটক ও ইজি বাইক উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...