ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় প্রয়াত মুক্তিযোদ্ধা মেজর জিয়া উদ্দিনের শোকসভা অনুুিষ্ঠত

মঠবাড়িয়ায় প্রয়াত মুক্তিযোদ্ধা মেজর জিয়া উদ্দিনের শোকসভা অনুুিষ্ঠত

বিশেষ প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টর সুন্দরবন অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিন আহম্মদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিরার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে সংসদ কমপ্লেক্স ভবনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বাচ্চু মিয়া আকনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এনায়েত হোসেন খান, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, ডা. এম নজরুল ইসলাম, শরীফ আলমগীর হোসেন, ফারুকুজ্জামান, এ্যাড. মজিবুর রহমান, পৌর আ’লীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, হাবিবুর রহমান শরীফ, শরণখোলার ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন, মুক্তিযোদ্ধা আ. সালাম মোল্লা, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মিয়া মো. ফারুক, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন প্রমুখ।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে অকুতভয় বীর সৈনিক ও সুন্দরবনের মুকুটহীন সম্রাট প্রয়াত মেজর (অব.) জিয়া উদ্দিন আহম্মেদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, আমরা বাংলাদেশের এক সূর্য সন্তানকে হারিয়েছে, আর মুক্তিযোদ্ধারা তাঁদের একজন অভিভাকভাবককে হারিয়েছেন।

শেষে মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ছানি ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া দোয়া মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...