ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - চলে গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক মেজর (অব:)জিয়াউদ্দিন আহম্মেদ

চলে গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক মেজর (অব:)জিয়াউদ্দিন আহম্মেদ

খালিদ আবু,পিরোজপুর প্রতিনিধি >

বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষি এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহম্মেদ আর নেই (ইন্নালিল্লাহে….. রাজেউন)। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন । গত ১লা জুলাই থেকে স্কয়ার হাসপাতালে তাকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবনতি ঘটলে তাকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

এদিকে আজ সকালে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পিরোজপুরের সর্বস্তরে মানুষের মাঝে শোকের ছাাঁয়া নেমে আসে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন তাঁর স্বজন ও শুভানুধ্যায়ীরা।

মেজর জিয়াউদ্দিনের মুত্যু সংবাদ নিশ্চিত করে উদীচী শিল্পী গোষ্ঠি পিরোজপুর জেলা সংসদের সভাপতি বিশিষ্ট আইনজীবী এমএ মান্নান আজকের মঠবাড়িয়াকে জানান, আমরা পিরোজপুরে একজন অভিভাবককে হারালাম। মহান মুক্তিযুদ্ধে উপকূলে ও দেশে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি। আমরা তাঁর মরদেহ বিদেশ থেকে দেশে আসার অপেক্ষার প্রহর গুণছি।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...