ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়া সাইক্লিস্টস গ্রুপের উদ্যোগে ‘মমিন মসজিদ রাইড’

মঠবাড়িয়া সাইক্লিস্টস গ্রুপের উদ্যোগে ‘মমিন মসজিদ রাইড’

প্রিন্স মাহমুদ >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় তরুণ সাইক্লিস্টস গ্রুপের উদ্যোগে আজ শুক্রবার ‘মমিন মসজিদ রাইড অনুষ্ঠিত হয়েছে ‘। মঠবাড়িয়া সাইক্লিস্টস গ্রুপের অন্যতম সংগঠক প্রিন্স মাহমুদের নেতৃত্বে সাইক্লিস্টস গ্রুপের সদস্যরা এ রাইডে অংশ নেন। বাংলাদেশ প্রত্নতত্ত অধিদপ্তরের সংরক্ষিত এবং দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি শিল্পসমৃদ্ধ দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্যকলা “মমিন মসজিদ” সম্পর্কে বর্তমান প্রজন্মকে সরাসরি অবগত করার উদ্দেশ্যে মঠবাড়িয়া সাইক্লিস্টস এ রাইডের আয়োজন করে।

সকাল দশটায় শহরের শের-ই-বাংলা সাধারণ পাঠাগার চত্বর থেকে রাইডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যাত্রাপথে তুষখালী লঞ্চঘাটে বিরতি করে। এরপর সাইক্লিস্টরা রাইডের সদস্যরা বুড়িরচর গ্রামের মমিন মসজিদ সড়ক হয়ে ঐতিহাসিক এ স্থাপনায় পৌঁছেন। সম্পূর্ণ কাঠের নির্মিত কারুকার্য ও ক্যালিগ্রাফি খচিত এই মসজিদটি তারা পর্যবেক্ষন করেন এবং মুগ্ধ হন। এসময় তাদের মাঝে এর ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়। এরপর মসজিদে তারা পবিত্র জুম্মার সালাত আদায় করেন। সালাত শেষে মমিন মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম মমিন উদ্দিন আকন এর বংশধরদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এই রাইডের ব্যপারে মঠবাড়িয়া সাইক্লিস্টস গ্রুপের প্রধান সঞ্চালক প্রিন্স মাহমুদ বলেন “বর্তমানে সাইকেল তারুনদের বাহন হওয়ায় তারা খুব সহজেই তাদের অবসর সময়কে কাজে লাগিয়ে ইতিহাস ঐতিহ্যবাহী স্থানগুলোতে যেতে পারছে এবং খুব কাছ থেকে এসব সম্পর্কে জ্ঞান লাভ করছে। তারই একটা অংশ আজকের রাইড। এর ফলে তারা যেমন বিনোদন পাচ্ছে তেমনি বাস্তব জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে। মঠবাড়িয়া সাইক্লিস্টস গ্রুপ শুধুমাত্র তাদেরকে বিভিন্ন শিক্ষামুলক রাইড এর আয়োজন এবং তথ্য দিয়ে অনুপ্রেরণা যোগাচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...