ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - ঈদের তৃতীয় দিনে আজ মঠবাড়িয়ার ১৩ গুণিজনকে সম্মাননা প্রদান করবে রেনেসাঁ

ঈদের তৃতীয় দিনে আজ মঠবাড়িয়ার ১৩ গুণিজনকে সম্মাননা প্রদান করবে রেনেসাঁ

সাংস্কৃতিক প্রতিবেদক :

ঈদ উপলক্ষেেআজ বুধবার বিকালে পিরোজপুরের মঠবাড়িয়ায় তারুণ্যের সামাজিক সংগঠন রেঁনেসা এর উদ্যোগে মঠবাড়িয়ার ১৩জন গৃণিজনকে সম্মানা প্রদান করা হবে। ঈদের তৃতীয় দিনিআজ বিকাল চারটায় মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠিত হবে। এ গুণিজন সম্মাননায় সার্বিক সহযোগিতা করবেন মমিন উদ্দিন স্মৃতি সাহিত্য পরিষদ ।
মুক্তিযুদ্ধ,শিক্ষা,সমাজ উন্নয়ন,শিল্প-সাহিত্য ও কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননার আয়োজন করা হবে।
যাঁদের সম্মাননা জানানো হবে তাঁরা হলেন, বরেণ্য রাজনীতিক ও জাতীয় নেতা প্রয়াত মহিউদ্দিন আহম্মেদ(মরনোত্তর), মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর বিক্রম প্রয়াত মেজর(অব:) ক্যাপ্টেন মেহেদী আলী ইমাম, বিশিষ্ট কৃষিবিদ প্রয়াত মো. আব্দুস সামাদ তালুকদার(মরনোত্তর), বরেণ্য শিক্ষক ও মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত মো. শামসুল হক(মরনোত্তর), বরেণ্য সাংবাদিক ও মঠবাড়িয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা সভাপতি প্রয়াত মোস্তফা গোলাম ফারুক বাচ্চু(মরনোত্তর), ভাষা সৈনিক ও গুলিসাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান খান, শহীদ নূর হোসেনের মা শহীদ জননী মরিয়ম বিবি,বিশিষ্ট গণসংগীত শিল্পী ও মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক বাসুদেব মিত্র, দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাওজাল, লেখক ও গুলিসাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, জননন্দিত ফুবলার দেলোয়ার হোসেন বাদল ও সফল নার্সারী কৃষক মো. বাবুল মাতুব্বর।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...