ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - সেই অসহায় দম্পতি পেলেন বয়স্কভাতার কার্ড : পাচ্ছেন নানা পুনর্বাসন সহায়তা

সেই অসহায় দম্পতি পেলেন বয়স্কভাতার কার্ড : পাচ্ছেন নানা পুনর্বাসন সহায়তা

 

দেবদাস মজুমদার >>

বসতির ঘর আর রুটি রুজির পথ ছিলনা বৃদ্ধ অসহায় দম্পতি আজহার আলী(৯৪) আর আমিরুন্নেছার(৭০) । পৈত্রিক ভিটে মাটি অন্যের দখলে চলে গেলে চরম অসহায় হয়ে পড়েন তারা। দেখার মত এক ছেলে থাকলেও সে ছেলে বৃদ্ধ বাবা মায়ের দেখভাল করেনি। সেই সাথে বয়স্ক ভাতা মেলেনি তাদের। বার্ধক্যের এই অসহায় জীবন কাটছিল কখনও পথে আবার কখনও অফিসপাড়ার সিঁড়ি ঘরে। এ অসহায় দম্পতিকে নিয়ে গত ৪ জুন আজকের মঠবাড়িয়ায় একটি প্রতিবেদন প্রকাশিত হলে অসহায় দম্পতির পূনর্বাসনে উদ্যোগ নেন উপজেলা প্রশাসন । সেই সাথে উপজেলা পরিষদ ভবনের সিড়িঘর থেকে অসহায় বৃদ্ধ বাবা ও মাকে একমাত্র ছেলে দুলাল সিকদার নিজের বাড়িতে তুলে নেন। আপাতত অসহায় বৃদ্ধ দম্পতির ছেলের ঘরে আশ্রয়টুকু মিলেছে।

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের বৃদ্ধ মো. আজহার আলী ও আমিরুন্নেছা দম্পতিকে মঙ্গলবার কাউখালী উপজেলা প্রশাসেন উদ্যোগে সমাজসেবা কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে বৃদ্ধ আজহার আলীর হাতে তুলে দেওয়া হয় বয়স্কভাতার কার্ড। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা ওই বৃদ্ধের হাতে বয়স্কভাতার কার্ড তুলে দেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী গোলাম কবীর ও সমাজ সেবক আব্দুল লতিফ খসরু উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, অসহায় দম্পতির প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনে বিষয়টি ব্যাপক আলোচিত হয়। জেলা প্রশাসক খায়রুল আলম সেখ ওই দুই অসহায় দম্পতিকে আপাতত তার ছেলের ঘরে উঠিয়ে দিতে নির্দেশ দিলে ছেলে দুলাল সিকদার নিজে এসে বৃদ্ধ বাবা মাকে নিজের ঘরে নিয়ে যান। এরপর প্রশাসন ওই বৃদ্ধ দম্পতির পূনর্বসনে নানা উদ্যোগ গ্রহণ করে। বয়স্কভাতার কার্ড, নতুন ঘর তুলে দেয়ার জন্য খাসজমি বন্দোবস্ত,ঘরের ঢেউটিন,খাদ্য সহায়তাসহ নানা পূনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। প্রথম দফায় আজ মঙ্গলবার দুপুরে সমাজসেবা কার্যালয়ে বৃদ্ধ আজহার আলীর হাতে বয়স্কভাতার কার্ড তুলে দেয়া হয়।
এসময় বয়স্কভাতার কার্ড হাতে পেয়ে বৃদ্ধ আজহার আলী তার প্রতিক্রিয়ায় বলেন, ম্যালা সুখ পাইছি। আল্লায় মোগো ফরিয়াদ হুনছে। দোয় করি আল্লায় যেন সবাইরে ভাল রাহে।

কাউখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজি গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ অসহায় দম্পতিকে মানবিক সংবাদ প্রকাশিত হলে তাদের পূনর্বাসনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আহসান কবির বলেন, বিষয়টি মানবিক। তাই অসহায় দম্পতিকে বয়স্কভাতার কার্ড, খাসজমি বন্দোবস্ত,ঘরের ঢেউটিন,খাদ্য সহায়তাসহ নানা পূনর্বাসন কর্মসূচি উপজেলা প্রশাসন থেকে গ্রহণ করা হয়েছে। আপাতত বয়স্কভাতার কার্ড বিতরন করে দুই বৃদ্ধকে একমাত্র ছেলের ঘরে তুলে দেয়া হয়েছে। তবে তাদের খাসজমিতে বসবাসের জন্য আলাদা একটি নতুন ঘর তুলে দেয়া হবে।

উল্লেখ্য কাউখালীর সুবিধপুর গ্রামের বৃদ্ধা মো. আজাহার আলী ও আমিরুন্নেছা উপজেলা পরিষদের পুরাতন ভবনের সিড়ির নিচে কখনও রাস্তার পাশে মানবেতর জীবন যাপন করে আসছিলেন। অসুস্থ আজাহার আলীকে সিড়ির নিচে রেখে স্ত্রী আমিরুন্নেছা সকালে খালি পেটে বেড়িয়ে অন্যের কাছে হাত বাড়িয়ে যা পান তাই দিয়ে এ অসহায় দম্পতির একবেলা আধাবেলা খেয়ে মানবেতর জীবন চলছিল। এক ছেলে দুলাল সিকদার আলাদা হয়ে অন্যত্র বসাস করলে অসহায় বাবা মাকে দেখার মত আর কেউ ছিলনা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...