ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - সন্ধ্যা তীরে যমজ দুই সহোদরের শহীদ মিনার

সন্ধ্যা তীরে যমজ দুই সহোদরের শহীদ মিনার

 

দেবদাস মজুমদার >

এক সপ্তাহ ধরে যমজ দুই সহোদর শিশু মুরাদ ও রিয়াদের চলছে একুশ পালনের প্রস্তুতি। প্রতিবেশীদের বাড়ি থেকে চেয়ে কলাগাছ দিয়ে শহীদ মিনার আর সন্ধ্যা নদী তীরের কাদামাটি দিয়ে শহীদ মিনারের বেদী বানিয়ে মাতৃভাষা দিবস পালন করছে ওরা। আজ মহান একুশে ফ্রেুয়ারীতে এ কলাগাছের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে মুরাদ ও রিয়াদ। গতকাল সোমবার ওরা শহীদ কলাগাছের মিনার সাজানোর মহা ব্যস্ত সময় পার করেছে। শিশু দুটি সোনাকুর গ্রামের গ্রাম পুলিশ, মো. মনির হোসেনর যমজ সন্তান।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীর সোনাকুর সন্ধা নদীর তীরে বসবাসরত মেধাবী দুই জমজ সহোদর মুরাদ হোসেন ও রিয়াদ হোসেনের নিজ হাতে তৈরি করে কলাগাছের শহীদ মিনার। যমজ শিশু দুটি উপজেলার মধ্য সোনাকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে লেখা পড়া করছে। ওদের বিদ্যালয়ে কোন শহীদ মিনার না থাকায় সন্ধ্যা নদীর তীরে পাল পাড়ায় ওরা কলা গাচের শহীদ মিনার বানিয়ে একুশ পালনের উদ্যোগ নেয়।
শিশু মুরাদ হোসেন বলেন, আমাগো স্কুলে কোন শহীদ মিনার নাই । তাই কলাগাছ দিয়া দুই ভাই মিলে শহীদ মিনার বানাইছি। এই শহীদ মিনারে ভাষা শহীদগো ফুল দিমু । মাতৃভাষা আমাদের গর্ব।
যমজ দুই সন্তানের বাবা গ্রাম পুলিশ মনির হোসেন বলেন, ওরা গত এক সপ্তাহ ধরে শহীদ মিনার নিয়া ব্যস্ত। মাতৃভাষা আমাদের গর্বের বিষয়। ওদের এমন ভাল কাজে বাঁধা দেইনি। সম্মতি দিয়েছি ওরা ভাল কাজ করছে।

এ ব্যাপারে মধ্য সোনাকুর প্রধান শিক্ষক অঞ্জন কুমার বসু বিদ্যালয়ে শহীদ মিনার না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, স্কুলে শহীদ মিনার নির্মাণ করা দরকার। এ বিষয়ে ম্যানেজিং কমিটির পরবর্তী সভায় আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।

কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ খসরু জানান, তিনি স্থানীয় মানুষের কাছে খবর পেযে যমজ দুই ভাইয়ের বানানো শহীদ মিনারটি গতকাল সোমবার দুপুরে দেখে এসেছেন। এসময় তিনি শিশুদের এ মহতী উদ্যোগে স্বাগত জানিয়ে সাইয়েদ তপু সম্পাদিত ভাষা শহীদদের সংক্ষিপ্ত পরিচিতি ও একুশের ছড়ার বই যমজ দুই ভাইয়ের হাতে তুলে দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...