ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়া পৌরসভার মেয়রের জামিন লাভ

মঠবাড়িয়া পৌরসভার মেয়রের জামিন লাভ

 

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়ার যুবলীগ কর্মী লিটন হত্যা মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস কারাগার থেকে মুক্তি পেয়েছে। পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ আজ বুধবার পিরোজপুর জেলা সিনিয়র দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ জজ গোলাম কিবরিয়া তার জামিন মঞ্জুর করেন। এর পরপরই পিরোজপুর জেলা কারাগার থেকে তিনি বের হলে পিরোজপুর ও মঠবাড়িয়ার শত শত দলীয় নেতা কর্মীরা তাকে জেল গেটে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আলতাফ হোসেন আফজাল, আজিজুল হক সেলিম মাতুব্বর, ফারুকুজ্জামান,হেমায়েত উদ্দিন,জিল্লুর রহমান, মিজানুর রহমান, যুবলীগ নেতা শাকিল আহমেদ নওরোজ, স্বেচ্ছাস্বেবকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা নজরুল সোহেল, মিজান ফরাজী সহ বিভিন্ন নেতাকর্মী।

উল্লেখ্য, গত বছরের ২৫ জুলাই মঠবাড়িয়া পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী ইলিয়াস হোসেন লিটন পন্ডিত নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জাকির পন্ডিত বাদী হয়ে ঘটনার পরের দিন ২৬ জুলাই মঠবাড়িয়া থানায় পৌর মেয়রসহ ১৫জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। উচ্চ আদালত হতে দীর্ঘদিন জামিনে থাকার পৌর মেয়র গত ২৯ জানুয়ারী মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করে। বিজ্ঞ বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে পিরোজপুর জেলা কারাগারে প্রেরণ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...