ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - পিরোজপুরে সেরা সাতারু অন্বেষণ প্রতিযোগিতা

পিরোজপুরে সেরা সাতারু অন্বেষণ প্রতিযোগিতা

পিরোজপুর প্রতিনিধি > “ সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতায় পিরোজপুর জেলার সাত সাঁতারুকে ইয়েচ কার্ড দেয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগিতায় এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা পরিষদের পুকুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মো: মুজিবর রহমান খালেক। পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: গোলাম মাওলা নকীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক, লে. কমান্ডার এম নাহিদ হাসান, পিরোজপুর প্রেস কাবের সভাপতি মাহামুদ হোসেন ও প্রেস কাবের সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম শামীম। সাঁতার প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২১ জন সাতারু অংশগ্রহণ করে। এর মধ্যে ১০৯ জন ছেলে এবং ১২জন মেয়ে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...