ব্রেকিং নিউজ
Home - দৃশ্যকাব্য - কাউখালীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত স্কুল : এলকাবাসির স্বেচ্ছাশ্রমে বিধ্বস্ত গাছপালা অপসারণ

কাউখালীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত স্কুল : এলকাবাসির স্বেচ্ছাশ্রমে বিধ্বস্ত গাছপালা অপসারণ

কাউখালী প্রতিনিধি >
পিরোজপুরের কাউখালীতে লঘুচাপের প্রভাবে ঝড় ও দিনভর ভারী বর্ষণে উপজেলা সদর ইউনিয়নের কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার দুপুরের ঝড়ে স্কুল সংলগ্ন বিশালাকৃতির চারটি গাছ উপড়ে পড়ে বিদ্যালয়ের পাকা সীমানা প্রাচীর সম্পূর্ণ ধসে পড়ে । এছাড়া বিদ্যালয়ের একটি টিনশেড শ্রেণিকক্ষের ওপর গাছ পড়ে শ্রেণীকক্ষটি বিধ্বস্ত হয়। স্কুলে যাওয়া আসার মূল সড়কের ওপর গাছ উপড়ে পড়ে রাস্তা ভেঙ্গে যায়। আজ সোমবার স্কুল কর্তপক্ষ ও স্থানীয় উদ্যোক্তা প্রধান শিক্ষক মরন কুমার মন্ডল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সহ-সভাপতি আবদুল লতিফ খসরু, ইউপি সদস্য আনিচুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন, সাবেক সদস্য নুরুল হুদা চুন্নুসহ শিক্ষকবৃন্দ মিলে স্বেচ্ছাশ্রমে উপড়ে পড়া গাছগুলো অপসারণ করেন।
খবর পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম আজ সোমবার সকালে স্কুলটি পরিদর্শন করেন।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে উপজেলার কেউন্দিয়া গ্রামের শহীদদের স্মরণে ১৯৭২ সালে কউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা মাধ্যমিকবিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়। বিদ্যালয়টি বর্তমানে ২দুই সহ¯্রাধিক ছাত্রী এখানে লেখা পড়া করছে।
এ ব্যাপরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যালয়টির লেখা পড়ার মান সন্তোষ জনক। রবিবার ঝড়ে বেশ কয়েকটি বড় গাছ উপড়ে স্কুলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল কর্তপক্ষ ও স্থানীয়রা মিলে স্চ্ছোশ্রমে তা অপসারণ করে স্কুলের পরিবেশ ফিরিয়ে আনে। দুর্যোগ মোকাবেলায় মানুষের সম্মিলিত এই সামাজিক উদ্যোগ প্রশংসনীয়। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষককে অবহিত করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...