ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বামনায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

বামনায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

বামনা(বরগুনা)প্রতিনিধি :

হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবতা ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে বরগুনার বামনায় আজ সোমবার শহরে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বামনা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
শহরের কেন্দ্রীয় দূর্গা মন্দির অঙ্গন হতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলার চার ইউনিয়নের বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু, বামনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ডেপুটি এটর্নি জেনারেল মো. হারুণ অর রশীদ, কেন্দ্রীয় বুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বাবু সুভাষ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, সদর ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান সগীর, বামনা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু কৃষ্ণ কান্ত কর্মকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন অংশ নেন।

শোভাযাত্রা শেষে বামনা সদর দুর্গা মন্দিরে অনুষ্ঠিত শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর ওপর ধর্মীয় আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বরগুনা ২ আসনে সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মন্দিরে শ্রী কৃষ্ণের পূজা, ভাগবত পাঠ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...