ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়া হরিসভা মন্দিরে ৬ দিনব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

মঠবাড়িয়া হরিসভা মন্দিরে ৬ দিনব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুর মঠবাড়িয়ার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গনে শ্রীগুরু সংঙ্ঘ মঠবাড়িয়া শাখা ও শ্রীশ্রী হরিসভা মন্দির এর যৌথ আয়োজনে প্রথম বারের মত ৬ দিনব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে প্রাত: কালীন প্রার্থনা ও শ্রীগুরু বন্দনা দিয়ে এ মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।

এ অনুষ্ঠানে শ্রীশ্রী নামসুধা পরিবেশন করছে শ্রী রূপসনাতন (ইস্কন) সম্প্রদায় ঢাকা, শ্রী গোপাল জিউ সম্প্রদায় সিলেট, শ্রী জগদানন্দ সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রী রঘুনাথ জিউ সম্প্রদায় মাদারীপুর, শ্রী বাসুদেব সম্প্রদায় ফরিদপুর, শ্রী কানুগোপাল সম্প্রদায় পটুয়াখালী, শ্রী নন্দগোপাল সম্প্রদায় ভোলা।

শ্রী গুরু সঙ্ঘ মঠবাড়িয়া শাখার সাধারন সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ কর্মকার জানান , দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত শিষ্য এ অনুষ্ঠানে যোগ দিবেন, ৬ দিনের এ অনুষ্ঠান পরিচালনায রয়েছেন শ্রী উত্তম কর্মকার,ঝরু সাহা, সঞ্জয় কর্মকার, তপন হালদার, কমল কর্মকার, পংকজ শাওজাল, দেবাশিষ কর্মকার, ও সজল পাল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...