ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মোহসেনুল মান্না মঠবাড়িয়ার আলোকিত মুখ

মোহসেনুল মান্না মঠবাড়িয়ার আলোকিত মুখ

আল আহাদ বাবু >>
আপন জনপদে কিছু অতি আপন গুণি মুখ আছেন যাঁরা জীবন ও সময়ে সৃজনশীলতা ছাপ রাখেন। তাঁদের কর্মপ্রয়াস আর জীবনবোধ তারুণ্যের অনুকরণীয় হয়ে ওঠে। আমার আপন সংস্কৃতি টিকিয়ে রাখার মানস সেই এক মুখ মোহসেনুল মান্না । তিনি মঠবাড়িয়া সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। অত্যন্ত কিংবদন্তীতুল্য মানুষ তিনি। মেধা ও মননে তরুণ সমাজের প্রিয় মুখ মোহসেনুল মান্না স্যার। মঠবাড়িয়া পল্লী অঞ্চলেই তিনি কিশোর বয়সে পড়াশোনা করেছেন,এবং ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসি.এস শিক্ষা ক্যাডার প্রাপ্ত হয়ে তিনি ২০১৪ সাল থেকে মঠবাড়িয়া সরকারী কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
পরিশ্রমী এবং দায়িত্বশীল, যে কোনো কাজের জন্য চাই আন্তরিকতা যা এই স্যারের সমস্ত কর্মকান্ডের মধ্যে লক্ষনীয়।তারঁ নিরলস প্রচেষ্টা যুগের সাথে তাল মিলিয়ে পরীক্ষার ফলাফলসহ সার্বিক বিষয়ে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটির রাষ্ট্র বিজ্ঞান বিভাগ।
সভ্যতা,সংস্কৃতি অথবা কৃতিত্বপূর্ন অবদানের পেছনে নিহিত থাকে কিছু নিবেদিত প্রানের আত্নত্যাগ,মান্না স্যার তাঁদের মধ্যে একজন।
মঠবাড়িয়া সরকারী কলেজটি একসময় অবহেলিত প্রতিষ্ঠান ছিল,শুধুমাত্র একজন আলোকিত মানুষের হৃদয়ের শুভ্রতায় আজ সেখানে স্থাপিত হয়েছে সভ্যতার নয়া ইতিহাস । আদর্শ ও আলোকিত মানুষেরাই পারে সমাজকে বদলে দিতে,তাই শ্রদ্ধেয় মান্না স্যার এই মহান সত্যকে উপলদ্ধি করে এক নিভৃত পল্লীতে তাঁর গগনচুম্বী স্বপ্নে মননশীলতাকে বাস্তবে রূপায়িত করেছেন । যা শিক্ষার্থী তারুণ্যকে সংস্কৃতিবান করে তুলছে। তরুণ সমাজ তাই তাঁর গুণমুগ্ধ।
প্রতিভা বিকাশে অনন্য উপায় হলো সংস্কৃতি চর্চা,আমরা অনেকেই প্রতিভাটা চাই কিন্তু চর্চার বিষয়টিতেই যত অনীহা,শিক্ষার্থীকে মেধায় সবল হতে হলে পাঠ্য বইয়ের বাইরেও জ্ঞান অর্জন করতে হবে,মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য প্রয়োজন সৃজনশীল কাজে নিয়োজিত থাকা। আর এ সব কিছুর সার্বিক দিকনির্দেশনা দেন মান্না স্যার । তিনি একজন দক্ষ অভিনয় শিল্পীও । তিনি আমাদের আপন আলোয় আলোকিত এত আপন মানুষ ।
আমরা সরকারী কলেজের সকল গুণমুগ্ধ শিক্ষার্থীরা শ্রদ্ধেয় মোহসেনুল মান্না স্যারের সার্বিক উন্নতি কামনা করছি এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করছি।
>> লেখক:আল আহাদ বাবু, শিক্ষার্থী,মঠবাড়িয়া সরকারী কলেজ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...