ব্রেকিং নিউজ
Home - জাতীয় - শ্রেণী কক্ষের ছাদের ভিম ধসে শিক্ষার্থী আহত প্রাণভয়ে পাঠদান খোলা মাঠে

শ্রেণী কক্ষের ছাদের ভিম ধসে শিক্ষার্থী আহত প্রাণভয়ে পাঠদান খোলা মাঠে

দেবদাস মজুমদার >
সকাল নয়টার মধ্যেই কোমলমতি শিক্ষার্থী শ্রেণীউ কক্ষে উপস্থিত। পাঠদান শুরু হওয়ার আগ মূহুর্তে স্কুল ভবনের ছাদের ভীমের পলেস্তরা খসে পড়তে শুরু করে। আতংকে শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসে। এসময় প্রধম শ্রেণীর শিক্ষার্থী মো. আব্দুল্লাহর(৬) মাথায় পলেস্তরা খসে পড়লে সে গুরুতর আহত হয়। এরপর স্কুলের সকল শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ফলে শ্রেণী কক্ষে আর পাঠদান সম্ভব হয়না। স্কুল মাঠে বেঞ্চ নামিয়ে চলে শীত রোদে শিশুদের পাঠদান।
পিরোজপুরের মঠবাড়িয়ার নিভৃত পল্লী দক্ষিণ মিরুখালী গ্রামের ১২৬ নম্বর মিরুখালী গাবতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করায় শ্রেণী কক্ষে আর পাঠদান সম্ভব না হওয়ায় স্কুল মাঠে কোমলমতি শিশুদের পাঠদান করা হয়।
স্কুলের দ্বিতীয় শ্রেলণীর ছাত্রী হাফিজা আক্তার বলে, অহন স্কুলে আইতে ডর লাগছে। ক্লাসে বইতে(বসতে) ডর লাগে। আমাগো স্কুল ঘর খুব খারাপ অবস্থা। আমাগো নতুন স্কুল ভবন দ্যান।
শুধু শিশু হাফিজাই নয় বিদ্যালয়ের দুই ধাপে ছয়টি শ্রেণীতে ১০৮ জন শিক্ষার্থী একটি ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে নিয়মিত লেখা পড়া করছে। বিদ্যালয়ের ৪জন শিক্ষক শিক্ষিকা পাঠদান করে আসছেন। তবে বিদ্যালয়ে কোন সহায়ক কর্মচারী নেই। অপরদিকে বিদ্যালয়ে গত দেড়বছর ধরে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর অদ্যবধি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়িনি। প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কার্যক্রম ও পাঠাদান এক সঙ্গে চালাচ্ছেন একজন সহকারী শিক্ষিকা।

স্কুল ভবনের তিনটি শ্রেণী কক্ষ ও একটি অফিস কক্ষ থাকলেও দীর্ঘদিন ধরে জরাজ্বীর্ণ । ফলে ভবন আর প্রয়োজনীয় সংখ্যক শ্রেণী কক্ষের অভাবে পাঠদানে সমস্যা সৃষ্টি হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নূরুন্নাহার বেগম বলেন, স্কুল ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সারা স্কুল ভবন জুড়ে জরাজ¦ীর্ণ অবস্থা। এ কারনে শিক্ষার্থীরা এ স্কুলে ভর্তি হতে চায়না। নতুন স্কুল ভবন আর খাবার পানির সংকট মেটাতে পারলে শিশুরা আরও বেশী স্কুলমুখি হত।
বিদ্যাালয় সূত্রে জানাগেছে, ১৯৬১ সালে ৫০ শতক জমি জুড়ে বিদ্যালয়টি স্থাপিত হয়। রেজিষ্ট্রার প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্কুলটি সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার পর ২০১৩ সালে জাতীয়করণ হয়। ১৯৯৩-৯৪ অর্থবছরে পাকা ভবন নির্মাণের পর ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে স্কুল ভবনের ছাদ ধসে পড়লে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ভবনের ছাদ অপসারণ করে ছাদের ভীমের ওপর টিনশেড ছাউনি নির্মাণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, চার কক্ষের এ স্কুল ভবনটি অত্যন্ত নাজুক অবস্থা। টিনশেডের ছাউনির পাকা ভীম ও পিলারেরর পলেস্তরা খসে রড বেরিয়ে গেছে। দেওয়ালের সম্পূর্ণ পলেস্তরা বিলীন সহ দেওয়ালে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীদের বসার বেঞ্চ সংকট। প্রয়োজনীয় আসবাবপত্র সংকট। বিদ্যালয়ে খাবার পানির কোন ব্যবস্থা নেই। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুল চলাকালীন সময়ে সুপেয় পানি সংকটে ভুগছেন। শিক্ষক ও শিক্ষার্থীর জন্য একটি মাত্র টয়লেট তাও নাজুক অবস্থায় ব্যবহারের অনুযোগি। এখনও এ গ্রাম বিদ্যুতের ছোঁয়া পায়নি। স্কুলে বিদ্যুৎ তো দুরের কথা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিদা বেগম বলেন, স্কুল ভবন এখন নির্বিঘœ পাঠাদানের অনুপোযোগী। ভবন ধসের আতংকে শ্রেণী কক্ষে পাঠদান করতে হচ্ছে। অপরদিকে প্রধান শিক্ষক না থাকায় স্কুলের প্রশাসনিক কাজ ও পাঠদান একসঙ্গে চালাতে হচ্ছে। স্কুলের ছাদের ভীমের পলেস্তরা খসে একজন শিশু আহত হলে শিক্ষার্থীরা আতংকিত হয়। ফলে বাধ্য হয়ে স্কুল মাঠে পাঠদান করতে হযেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করা হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সুলতান মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ । দেড় বছর ধরে প্রধান শিক্ষক নেই । সেই সাথে প্রয়োজনীয় শিক্ষণক নেই। নতুন স্কুল ভবন দরকার । সংকটের বিষয়গুলো কয়েক দফা উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে তবে প্রতিকার মেলেনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, ওই স্কুল ভবনটি অত্যন্ত নাজুক অবস্থা। সেখানে নতুন ভবন দরকার। সেই সাথে প্রধান শিক্ষকের পদ শুণ্য। তবে উপজেলায় এখনও ৬৯জন প্রধান শিক্ষকের পদ খালি। নতুন প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন ছাড়া সেখানে প্রধান শিক্ষকের পদ পূরণ এ মূহুর্তে সম্ভব হচ্ছেনা। নতুন ভবনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...