ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে পাসপোর্ট অফিস দুর্ণীতি ও দালাল মুক্ত করার দাবিতে মানববন্ধন

পিরোজপুরে পাসপোর্ট অফিস দুর্ণীতি ও দালাল মুক্ত করার দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >

‘দুর্ণীতি বিজয়ের চেতনায় পরিপন্থি’ এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরে পাসপোর্ট অফিস দুর্ণীতি ও দালাল মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে স্থানীয় পাড়েরহাট সড়কের জেলা পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন পালন করে পিরোজপুরে কর্মরত বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি সনাকের ব্যবস্থাপনায় মানববন্ধনে বক্তারা বলেন,পাসপোর্ট অফিসকে ঘুষ ও দুর্ণীতির আখরায় পরিনিত করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি আবাসিক এলাকায় অফিস নিয়ে এরাকার পরিবেশ যেমন কলুসিত করছে, তেমনি সরকারী টাকায় বিরাট বাড়ি ভাড়া নিয়ে দিনরাত ঘুষ-দুর্ণীতির আখড়ায় পরিনিত করেছে। তারা বলেন স্থানীয় একটি মাফিয়া চক্রের সহযোগিতায় পাসপোর্ট অফিসের দুর্ণীতি পরায়ন কর্মকর্তারা অবাধে ঘুষ-দুর্ণীতি চালিয়ে যাচ্ছে। আর এর ভুক্তভোগি হচ্ছেন সাধারন মানুষ। তারা অবিলম্বে পাসপোর্ট অফিসকে দুর্ণতি ও দালাল মুক্ত করার দাবী জানান, অন্যথায় আগামীতে এর চেয়েও বড় ধরনের কর্মসুচী দেয়ার ঘোষনা দেন বক্তারা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সনাক সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান, সহ সভাপতি এ্যাড. শহিদুল্লাহ খান, গনউন্নয়ন সমিতির সভাপতি জিয়াউল আহসান, জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, মহিলা পরিষদের মাতোয়ারা বেগম প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...