ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ফুলবাড়িয়ায় শিক্ষক হত্যার প্রতিবাদ মঠবাড়িয়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

ফুলবাড়িয়ায় শিক্ষক হত্যার প্রতিবাদ মঠবাড়িয়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

শিক্ষাঙ্গন প্রতিনিধি >
ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় বেসরকারী কলেজ ও স্কুল শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কলেজ শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মঠবাড়িয়া শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষক হত্যার প্রতিবাদ জানিয়ে উপজেলা পরিষদের সম্মুখ সড়ক ঘন্টাব্যাপি অবরোধ করে মানববন্ধন করে শিক্ষক ও কর্মচারীরা। শেষে কলেজ শিক্ষক সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি প্রভাষক ইখতিয়ার হোসেন পান্নার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেমে বক্তব্য দেন, কলেজ শিক্ষক আবদুর রাজ্জাক মোল্লা, আলমগীর হোসেন খান, মাহাবুবুর রহমান রামিম , মোতালেব হোসেন, ফারুক হোসেন, স্কুল শিক্ষক আবদুর রাশেদ, নাসির উদ্দিন, এইচ এম আকরামুল ইসলাম, রোকনুজ্জামান ও শহীদুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় করণ ও পুলিশের গুলিতে নিহত শিক্ষক আবুল কালাম আজাদ হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...