ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ার ধানীসাফা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার জয়

মঠবাড়িয়ার ধানীসাফা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার জয়

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম ধাপের ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ৫জন আ’লীগ সমর্থক নিহত হওয়া আলোচিত ধানীসাফা ইউনিয়নে স্থগিত কেন্দ্রে আজ সোমবার কড়া আইনশৃংখা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ২৩ নম্বর উত্তর পাতাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার ওই কেন্দ্রে ভোটাররা স্বতস্ফূর্তভাবে নির্বিঘ্ন খেভাটাধিকার প্রয়োগ করেছেন। s-1

নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হারুন অর রশিদ তালুকদার ( নৌকা প্রতীক) বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। হারুন অর রশিদ তালুকদার নৌকা প্রতীকে ৪,৬৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম( চশমা প্রতীকে )৪৬৫৮ পেয়েছেন। আ.লীগ প্রার্থী হারুন অর রশিদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের চেয়ে ৩৮ ভোট বেশী পেয়ে ধানীসাফা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। 5
সরেজমিনে ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, মঠবাড়িয়া উপজেলায় স্থগিত হওয়া ৪টি কেন্দ্রে ৩১ অক্টোবর সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।3
২নম্বর ধানীসাফা ইউনিয়নের ১টি ওয়ার্ড, ৪নং দাউদখালী ইউনিয়নের ১টি ওয়ার্ড, ৬নম্বর টিকিকাটা ইউনিয়নের ১টি ওয়ার্ড ও ১১নম্বর বড়মাছুয়া ইউনিয়নের একটি করে ৪টি ওয়ার্ডে কড়া নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের মধ্যে ছিল উৎসবের আমেজ। প্রচন্ড রোদ উপেক্ষা করে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় নারী-পুরুষ ভোটারদের। প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক নারীভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এছাড়া আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটার ও প্রতিদ্বন্ধী প্রার্থীরা। ভোটারদের সৃশংখল উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে বিকাল তিনটার মধ্যেই বেশীরভাগ কেন্দ্র ভোট সম্পন্ন হয়। 4

এছাড়া সাধারণ সদস্য পদে উত্তর পাতাকাটা কেন্দ্রে মোঃ রফিকুল ইসলাম মুন্সী নির্বাচিত হন। ওই কেন্দ্র ছাড়াও বাকী ৩টি ইউনিয়নের ৩টি কেন্দ্রে সাধারণ সদস্য পদে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বড়মাছুয়ার ৩নং ওয়ার্ডে আশ্রাফ আলী, টিকিকাটার ৫নম্ব ওয়ার্ডে মো. হানিফ মিয়া এবং দাউদখালীর ৮নম্বর ওয়ার্ডে মোঃ শহিদুল ইসলাম সাধারণ সদস্য পদে নির্বাচিত হন।
ভোট কেন্দ্রে উপস্থিত পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...