ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুর জেলা আ’লীগের চার নেতার বিরুদ্ধে এমপি আউয়ালের জিডি

পিরোজপুর জেলা আ’লীগের চার নেতার বিরুদ্ধে এমপি আউয়ালের জিডি

পিরোজপুর প্রতিনিধি >

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দলের অন্যতম সদস্য পৌর মেয়র এবং সহ সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন পিরোজপুর সদর আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি একেএমএ আউয়াল। এদের মধ্যে মেয়র ও উপজেলা চেয়ারম্যান তার আপন ভাই। ১২ অক্টোবর দায়ের করা ওই ডায়েরিতে এ ৪ জনের বিরুদ্ধে তার অপূরণীয় ক্ষতি এবং দলের ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অতি গোপনে এ ডায়রিটি করে তা কাউকে না জানানোর জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন এমপি আউয়াল। কিন্তু তা রবিবার ফাঁস হয়ে যায়। ফলে দলের সভাপতি একেএমএ আউয়ালের উপর অন্যান্য নেতা-কর্মীরা চাপা অসন্তোষ বিরাজ করছে।
পিরোজপুর সদর থানায় নথিভুক্ত ওই ডায়েরিতে এমপি আউয়ালেউল্লেখ করেন, তিনি হজ্বে থাকা অবস্থায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশে না থাকার কারণে কমিটি অনুমোদনের কপি তার হস্তগত হওয়ার আগেই এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খালেক (পিরোজপুর সদর উপজেলার চেয়ারম্যান), সদস্য হাবিবুর রহমান মালেক (মেয়র, পিরোজপুর পৌরসভা) এবং দফতর সম্পাদক ফিরোজ আহম্মেদ তার (এমপি আউয়াল) নাম ভাঙিয়ে কতিপয় সদস্যকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যান। মাজার জিয়ারত শেষে পিরোজপুরে ফিরে এসে এরা কমিটির সদস্যদের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অভ্যন্তরে নিয়ে একাধিক সাদা কাগজে তাদের স্বাক্ষর নেয়। এখনও অ্যাডভোকেট হাকিম হাওলাদারের নেতৃত্বে অন্য অভিযুক্তরা কমিটির বাকি নেতা এবং স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের কাছ থেকে জোর করে বিভিন্ন সাদা কাগজে স্বাক্ষর নিচ্ছে ও নেয়ার চেষ্টা করছেন। যারা স্বাক্ষর দিতে রাজি হচ্ছে না তাদের হাত-পা ভেঙে গুঁড়ো করে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এ ৪ জন মিলে তার (এমপি আউয়াল) অপূরণীয় ক্ষতি এবং আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে আশংকা প্রকাশ করেন তিনি। বিষয়টি সম্পর্কে থানা পুলিশকে জানিয়ে রাখার জন্য এ সাধারণ ডায়েরি করা হল বলে উল্লেখ করা হয় এমপি আউয়ালের ওই আবেদনে।
পিরোজপুর সদর থানা সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, ৪৬১/১৬ নং স্মারকে এমপি আউয়ালের ওই আবেদন সাধারণ ডায়েরি আকারে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি সম্পর্কে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে থানার এসআই আল মামুনকে।

এ সম্পর্কে সোমবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, দলের সভাপতি এমপি আউয়ালের এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এমপি আউয়াল নিজেই দলের ভাবমুর্তি নষ্ট কারার জন্য যারপর নাই সংগঠন বিরোধী কর্মকান্ড করে যাচ্ছেন। জেলা কমিটির অন্যতম সদস্য পিরোজপুর পৌরসভার মেয়র এবং এমপি

আউয়ালের আপন ভাই হাবিবুর রহমান মালেক বলেন, ‘নির্বাচনী এলাকায় সব ধরনের জন সমর্থন হারিয়ে পায়ের তলা থেকে মাটি সরে গেছে এমপি সাহেবের। তার অন্যায় দুর্নীতি আর সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে পিরোজপুরের সাধারণ মানুষ। বর্তমান পরিস্থিতিতে দিশেহারা হয়ে তিনি এসব উল্টা-পাল্টা কাজকর্ম করছেন। সাধারণ ডায়েরিতে যেসব অভিযোগ করা হয়েছে তার বিন্দুমাত্র সত্যতা নেই। আসল কথা হচ্ছে, এখন আর কেউ নেই তার সঙ্গে। এমনকি দলের নেতাকর্মীরাও সরে গেছে তার পাশ থেকে। সবকিছু হারিয়ে ফেলার ভয়ে তিনি এখন মিথ্যার বেসাতি করে নিজেকে টেকানোর চেষ্টা করছেন।’

সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য তৌহিদুল ইসলাম হিরু বলেন, জেলা সভাপতি এমপি এ কে এম এ আউয়াল দলীয়ভাবে একঘরে হয়ে তিনি শুধু থানায় জিডি করেই ক্ষান্ত হননি নানাভাবে দলীয় নেতা-কর্মীদের হেনস্তা করায় তৎপর রয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...