ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি >
‘বয়স বৈষম্য দূর করুন’-প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। আজ শনিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে এবং প্রবীণ হিতৈষী সংঘ, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সহযোগীতায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচাল মো: আল মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য এ্যাড. এম এ মান্নান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মাহমুদ হোসেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মুক্তিযোদ্ধা হারুন-আর-রশিদ, জেলা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি ডা: আব্দুস সালাম, রিকের প্রবীণ হিতৈষী সংঘের আঞ্চলিক সভাপতি প্রফুল্ল কুমার বড়াল, প্রবীণ চিকিৎসক ডা: সামাদ উল হক।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, ১৯৯০ সাল থেকে সারা বিশ্বে আজকের এই দিনে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়ে আসছে। আমাদের সকলের বিশেষ করে তরুনদেও উচিৎ হবে প্রবীণদের সমাজে মাথা উচু কওে মর্যাদার সাথে বেঁচে থাকার পথকে সুগম করা এবং তাদেও যথাযথ ভাবে সম্মান প্রদর্শন করা।
পরে প্রবীণদের মাঝে নগদ অর্থ ও ক্রেষ্ট বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...