ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - একমঞ্চে পিরোজপুরের ছয় উপজেলার জনপ্রতিনিধি : জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ নেতা মহিউদ্দিন মহারাজের পক্ষে সমর্থন

একমঞ্চে পিরোজপুরের ছয় উপজেলার জনপ্রতিনিধি : জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ নেতা মহিউদ্দিন মহারাজের পক্ষে সমর্থন

দেবদাস মজুমদার >

আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের উপজেলা পর্যায় পর্যন্ত নির্বাচনী হাওয়া বইতে শুর করেছে। জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার ভান্ডারিয়া উপজেলার বলেশ্বর নদ তীরবর্তী হরিণপালা রিভারভিউ ইকো পার্কে শুক্রবার দিন ব্যাপী মিলন মেলা বসেছিল জেলার ছয়টি উপজেলার জনপ্রতিনিধিদের।
এ মিলন মেলায় জেলার ছয়টি উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মত বিনিময় সভায় পিরোজপুরের ছয়টি উপজেলা ভান্ডারিয়া, কাঊখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, স্বরূপকাঠী, নাজিরপুর উপজেলার সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার পৌর মেয়র,কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।devdas-pic-2

এ মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরিবেশ ও বন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মহিউদ্দিন মহারাজকে জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলার ছয় উপজেলার সকল জনপ্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।devdas-pic-1

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মঠবাড়িয়ার সাবেক পৌর প্রশাসক এ.কে.এম সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরিবেশ ও বন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মহিউদ্দিন মহারাজ, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, মঠবাড়িয়া পৌরসভার মেয়র মো. রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, ভান্ডারিয়ার ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গীপাড়া আ.লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, মঠবাড়িয়ার গুলিশাখালী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজুল আলম ঝনো, স্বরূপকাঠীর জলাবাড়ি ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়াল প্রমূখ।
এসময় বক্তারা আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মো. মহিউদ্দিন মহারাজকে পিরোজপুর জেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সম্মিলিতভাবে সমর্থন জানান।55555

জানাগেছে, জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত পক্ষকাল ধরে পিরোজপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরিবেশ ও বন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মহিউদ্দিন মহারাজ গণ সংযোগ চালিয়ে আসছেন। তিনি জেলার সকল উপজেলার সকল ইউনিয়ন পরিষদে পৃথকভাবে মতবিনিময় সভা করে সকলের সমর্থন প্রত্যাশা করেন।666

সর্বশেষ তিনি শুক্রবার দিনভর ভান্ডারিয়া উপজেলার বলেশ্বর নদ তীরবর্তী হরিণপালা রিভারভিউ ইকো পার্কে ছয় উপজেলার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একটি মত বিনিময় সভা করেন। এ অনুষ্ঠানে ছয় উপজেলার সকল জনপ্রতিনিধিরা তাকে এক মঞ্চে উঠে সমর্থন ঘোষণা দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...