ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ার বড়শৌলায় তুচ্ছ ঘটনায় কলেজ ছাত্রের ঘুষিতে কৃষকের মৃত্যু

মঠবাড়িয়ার বড়শৌলায় তুচ্ছ ঘটনায় কলেজ ছাত্রের ঘুষিতে কৃষকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় কলেজ ছাত্রের ঘুষিকে সোহরাফ হোসেন হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার মিরুখালী ইউনিয়নের পশ্চিম বড়শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক সোহরাফ কৃষিকাজের পাশাপাশি এলাকায় কাঁচা মালের ব্যবসা করে আসছিল। সে পশ্চিম বড়শৌলা গ্রামের মৃত চান্দু হাওলাদারের ছেলে। সে দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
এ ঘটনার পর অভিযুক্ত একই গ্রামের কলেজ ছাত্র রফিক হাওলাদার পলাতক রয়েছে। সে আলম হাওলাদারের ছেলে। অভিযুক্ত রফিক স্থানীয় সাফা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।
থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, আজ বৃহস্পতিবার বিকালে কৃষক সোহরাফ হোসেন জলাবদ্ধ কৃষিজমির আগাছা পরিস্কার করছিল। এসময় আগাছার ভাসমান একটা স্তুপ ঠেলে সে পার্শ্ববর্তী জমিতে রাখলে ওই জমির মালিক কলেজ ছাত্র রফিক ক্ষিপ্ত হয়ে সোহরাফকে গালমন্দ করে। একপর্যায় দুইজনের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। এসময় উত্তেজিত হয়ে রফিক কৃষক সোহরাফের বুকে ঘুষি মারে । এতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোহরাফ ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ খবর পেরেয় রাতে বড়শৌলা গ্রাম থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করে ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খনন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই কৃষকের লাশ উদ্ধার করা ঘটনাস্থলের পথে আছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...