ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শিশু সেতুর জন্য সহায়তা : ছোট্ট মনুদের জন্য ভালবাসার মহতী উদ্যোগ

শিশু সেতুর জন্য সহায়তা : ছোট্ট মনুদের জন্য ভালবাসার মহতী উদ্যোগ

দেবদাস মজুমদার >

চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী সেতু আক্তার যাত্রীবাহী টমটম উল্টে গেলে দুর্ঘটনার শিকার হয়েছিল। এসময় শিশুটি ছিটকে পড়ে সড়কের পাশের বেড়ার কাঠের একটি টুকরা তার গলায় বিদ্ধ হয়। এতে তার কণ্ঠনালীতে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। আহত সেতু হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে সুস্থতার জন্য লড়ছে।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের দিনমজুর বেল্লাল শাহের মেয়ে । সেতু ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ তেলিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে লেখা পড়া করছে। অর্থাভাবে শিশুটির সু চিকিৎসা চলছিল না। এমন অবস্থায় বিপন্ন সেতুকে নিয়ে অনলাইন পত্রিকা আজকের মঠবাড়িয়া, মঠবাড়িয়া নিউজ ডটকম, মঠবাড়িয়া প্রতিদিন ও কালের কণ্ঠ অনলাইন একটি সংবাদ প্রকাশ করলে দরিদ্র শিশু সেতুর চিকিৎসার জন্য উদ্যোগ নেয় মঠবাড়িয়ার কিছু তরুণ । এদের মধ্যে বিদেশে মঠবাড়িয়া প্রবাসি ও মঠবাড়িয়ার কিছু উদ্যমী তরুণ মিলে গড়ে তোলা অনলাইন ভিত্তিক একটি সামাজিক সংগঠন ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনটির উদ্যোএগ শিশু সেতুর জন্য চিকিৎসা তহবিল গঠন করে। মাত্র এক সপ্তাহের মধ্যে সংগঠনটি ৪৩,৫০০(তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা এ তহবিলে জমা করেন প্রবাসি ও মঠবাড়িয়ার কিছু তরুণ।
আজ সোমবার মঠবাড়িয়া প্রেস ক্লাবে ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনিটর আয়োজনে এক অনুষ্ঠানে শিশুটির দিনমজুর বাবা বেল্লাল শাহের হাতে সমুদয় অর্থ তুলে দেওয়া হয়।
মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রেস ক্লাব সম্পাদক মো. জিল্লুর রহমান, তেলিখালী গ্রামের ইউপি সদস্য বাবুল হাওলাদার, বেলায়েত হোসন, মঠবাড়িয়া প্রতিদিনের প্রকাশক জহিরুল ইসলাম, মঠবাড়িয়া নিউজ ডটকমের বার্তা সম্পাদক মো. ইসমাইল হোসেন , ছোট্ট্র মনুদের জন্য ভালবাসা সংগঠনের মঠবাড়িয়া উপজেলা কমিটি আহ্বায়ক শিবাজী মজুমদার, যুগ্মআহবায়ক রিপন আহম্মেদ মুন্না,যুগ্ম আহবায়ক সজিব মিত্রবশীর আহম্মেদ, রাহাত রেজা ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও অনলাইন আজকের মঠবাড়িয়া এর উপদেষ্টা সম্পাদক দেবদাস মজুমদার প্রমূখ।
সহায়তার অর্থ হাতে পেয়ে সেতুর বাবা বেল্লাল শাহ কান্না জড়িত কণ্ঠে বলেন, মাইয়াডার অহন চিকিৎসা করাইতে পারুম। ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের সাথে জড়িতদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন। আল্লাহ যেন সকলের মঙ্গল করেন।

উল্লেখ্য অনলাইন ভিত্তিক সংগঠন ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের তহবিলে যাঁরা অর্থ সহায়তা দিয়েছেন তাঁরা হলেন, মিম মাহি, টি এ- টি রোড, মঠবাড়িয়া- ২,০০০ টাকা, মঠবাড়িয়ার সৌদিপ্রবাসী সোহেল রানা-১,০০০ টাকা, উত্তর মিঠাখালী গ্রামের রিপন আহম্মেদ- ৫০০ টাকা, দুবাই প্রবাসি কামরুল বেপারী-১,০০০ টাকা, দবাই প্রবাসী শহীদুল ইসলাম তালুকদার- ১,০০০ টাকা, উত্তর মিঠালী গ্রামের সৌদিপ্রবাসি মো.জাকারিয়া- ৫,০০০ টাকা, ছোট্ট মনু সংগঠনের সাংগঠনিক সম্পাদক ১,৫০০ টাকা, সহ সভাপতি মো. অলিউল্লাহ- ২,০০০টাকা, কুয়েত প্রবাসি মো. সাইদুল হক খান-৫০০টাকা, মো. জহিরুল ইসলাম- ৫০০ টাকা, সৌদি প্রবাসি মো. সাইফুল্লাহ ৫,০০০টাকা, ছোট্ট মনু সংগঠনের যুগ্ম সম্পাদক রিয়াজ মোহাম্মদ- ২,২০০টাকা, কুয়েত প্রবাসি মো. রিয়াজ -১,০০০টাকা, আবুধাবি প্রবাসি মো. মনির হোসেন- ২,০০০টাকা, ছোট্ট মনু সংগঠনের সভাপতি বশির আহম্মেদ-৫,০০০টাকা, দুবাই প্রবাসি মো. রুম্মান- ৫,০০০টাকা, মঠবাড়িয়ার বহেরাতলা সহল্লার মো. রাহাত রেজা-১,০০০টাকা, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জুলহাস শাহীন -৫,০০টাকা,দক্ষিণ বন্দর মোস্তাফিজ বাদল – ৫০০টাকা, ছোট্ট মনু সংগঠনের সাধারণ সম্পাদক মো. তারেক -৫০০টাকা, বহেরাতলা মহল্লার মনি মুন্সি-৩০০টাকা, আরামবাগ মহল্লার বাসিন্দা এম.আর.কে আল-আমীন-৫০০টাকা, ছোট্ট মনু সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৌদি প্রবাসি মোস্তফা সিকদার- ২,০০০টাকা, উত্তর মিঠাখালী গ্রামের আলিনুর রহমান- ২.০০০টাকা। সর্বমোট ৪৩ হাজার ৫০০টাকা।

গত শুক্রবার (২সেপ্টেম্বর) সকালে তেলিখালী বাজার থেকে শিশুটি যাত্রীবাহী টমটমযোগে বাড়ি ফিরছিল। এসময় পথে টমটমটি সড়কের খাদে পড়ে উল্টে গেলে সেতু ছিটকে পড়ে যায়। এসময় সড়কের পার্শ্বস্থ বেড়ার কাঠের একটি টুকরা তার গলায় বিদ্ধ হয়। গুরুতর আহত সেতুকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেতুর গলায় কাঠের টুকরা বিদ্ধ হওয়ায় শ্বাস নালীতে ক্ষত সৃষ্টি হয়। এতে শিশুটি বর্তমানে শ্বাস কষ্টে মৃত্যুর সাথে লড়াই করছে।
অসুস্থ সেতুর বাবা দিনমজুর বেল্লাল শাহ সে নদী ভাঙ্গন এলাকার মানুষ। দিনমজুরী করে কোন রকমে সংসার চলে। এমন অবস্থায় অর্থাভাবে সেতুর সু-চিকিৎসা চলছিল না। পরে মঠবাড়িয়া বাসি ও মঠবাড়িয়ার বিদেশ প্রবাসী তরুণদের গড়ে তোলা সংগঠন ছোট্ট মনুদের জন্য ভালবাসা এর উদ্যোগে সেতুর চিকিৎসা সহায়তা তহবিল গঠন করে।
সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ও সেতুর চিকিৎসা তহবিলের সমন্বয়ক আবুধাবি প্রবাসি এ.এম জাকারিয়া জানান, সদ্য গড়ে তোলা ছাট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনটি বিপন্ন শিশুটির পাশে দাড়াতে পেরেছে সকলের সহযোগিতা নিয়ে । এজন্য তহবিলে সহায়তাকারী সকল শুভ মানুষকে আন্তিরিক মোবারকবাদ জানাই।
তিনি আরও জানান, ভবিষ্যতে সংগঠনটি শিশুদের উন্নয়নে কাজ করবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...