ব্রেকিং নিউজ
Home - জাতীয় - জাগো লক্ষ নূর হোসেন ফেইসবুক কুইজ পর্ব-৫ এর বিজয়ী

জাগো লক্ষ নূর হোসেন ফেইসবুক কুইজ পর্ব-৫ এর বিজয়ী

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >
জাগো লক্ষ নূর হোসেন সামাজিক সংগঠনের আয়োজনে ফেসবুক ভিত্তিক মেধা অন্বেষণমূলক কুইজ প্রতিযোগিতার ৫ম পর্র ফলা ফল প্রকাশিত হয়েছে।
জাগো লক্ষ নূর হোসেন সামাজিক সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, ৫ম পর্বের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন রত্না জামান (গৃহিনী), মঠবাড়িয়া পৌর সভায় কর্মরত শরিফুল সুমন ও মঠবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম।

এ বিষয়ে ৫ম পর্বে পুরষ্কার বিজয়ী শিক্ষক মাইনুল ইসলাম বলেন- এমন একটি আয়োজন চারদিকে বিভিন্ন খারাপ খবরের মধ্যে আমাদের মনে আশার আলো জ্বালায়। আশাকরি তাদের এই উদ্যোগ দীর্ঘদিন অব্যাহত থাকবে। আমি আমার পুরষ্কার প্রাপ্ত বইটি স্কুলের সকল ছাত্র ছাত্রীকে উৎসর্গ করেছি।

পুরষ্কার প্রাপ্ত শরিফুল সুমন (যিনি বর্তমানে মঠবাড়িয়া পৌরসভায় কর্মরত) বলেন পুরষ্কার সবসময়ই আনন্দের তবে এভাবে ফেইজবুকের মাধ্যমে কুইজে অংশগ্রহন করে বই পাওয়া যায়- সেটা অতীতে কখন দেখিনি। জাগো লক্ষ নূর হোসেন সামাজিক সংগঠনের সকলকে আমরা ধন্যবাদ জানাই। গুলিশাখালীতে আমারা বন্ধুরা মিলে জমি কিনে স্থায়ি ভাবে একটি পাঠাগার নির্মান করেছি। যেখানে অনেক বই রয়েছে। পুরষ্কারপ্রাপ্ত জাহানারা ইমাম এর “একাত্তরের দিনগুলি” বইটি আমাদের পাঠাগারে রেখে দেবো

“জাগো লক্ষ নূর হোসেন” সামাজিক সংগঠনের আহবায়ক মো: রাসেল সবুজ বলেন- বিভিন্ন কারনে তরুনদের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে।শুধু পাঠ্য বই পড়ে একটি তরুনের সম্পূর্ন মানসিক বিকাশ ঘটানো সম্ভব নয়।দেশী বিদেশী নানা বিখ্যাত বই আমরা কুইজের মাধ্যমে তরুনদের হাতে তুলে দিতে চাই।মাসে বিশ পঁচিশ টা বই দিয়ে হয়তো সবাইকে খুশি করতে পারবোনা কিন্তু এর মাধ্যমে যদি কিছু তরুনের মনেও বই পড়ার প্রতি আগ্রহ জন্মাতে সাহায্য করতে পারি সেটাই আমাদের সফলতা। সবার পরামর্শ এবং সহযোগীতা পেলে আমরা হয়তো একদিন প্রতি মাসে শত বই উপহার দিতে পারবো।

আশাকরি আমাদের এই আয়োজন একদিন দেশের প্রতিটি উপজেলায় ছড়িয়ে পড়বে। সেটাই হবে সকল মঠবাড়িয়াবাসীদের জন্য সবচেয়ে গৌরবের।

তিনি জানান জাগো লক্ষ নূর হোসেন সামাজিক সংগঠনর আয়োজনে কুইজ প্রতিযোগিতার মূল লক্ষ হল –
(১) সবার মধ্যে বই পড়ার আগ্রহ জন্মানো। বিশেষ করে তরুন প্রজন্মের মধ্যে পাঠ অভ্যাস গড়ে তোলা

(২) মঠবাড়িয়াতে একটি ভাল মানের পাঠাগার নির্মান করা।পাশাপাশি বর্তমানে শেরে বাংলা পাঠাগার নামে মঠবাড়িয়াতে যে পাঠাগারটি আছে সেটাকে যেন আধুনিক এবং ডিজিটাল পাঠাগারে পরিনত করা হয় সে ব্যাপারে সকল জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সদয় দৃষ্টি কামনা।

(৩) বর্তমান ফেইজবুক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গনমাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

এ কুইজ প্রতিযোগিতায় সহযোগিতা দানকারী মঠবাড়িয়ার সাবেক ছাত্র নেতা সৌদি প্রবাসী এ.এম জাকারিয়া বলেন, আমরা প্রবাসীরা অবস্থানগত ভাবে দূরে বসবাস করলেও অন্তরে সবসময় দেশকেই লালন করি। দেশের জন্য সবসময় মন কাঁদে।যখন দেখি মঠবাড়িয়ার তরুন প্রজন্মের অনেকেই বই পড়া কিংবা খেলাধুলা বাদ দিয়ে নেশা সহ বিভিন্ন নেতিবাচক কাজে জড়িত হয়ে যায় তখন বুকের মধ্যে রক্ত ক্ষরন হয় কিন্তু কিছুই করতে পারিনা। জাগো লক্ষ নূর হোসেন সামাজিক সংগঠনের আহবায়ক আমাদের প্রিয় সবুজ ভাই যখন ফেইজবুকের মাধ্যমে বই বিতরণের আইডিয়া আমার সাথে শেয়ার করেন তখনই আমি এই মহৎ কাজের সাথে নিজেকে সম্পৃক্ত কারার সিদ্ধান্ত নেই। এমন একটি কাজে সহযোগীতা করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।
জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের সদস্য সচিব মেহেদী হাসান বাবু ফরাজী বলেন, আমরা আমাদের সাধ্যমত তরুণদের নিয়ে কাজ করতে চাই।সবার সহযোগিতা পেলে নিশ্চয়ই এ আয়োজন সফল হবে।

উল্লেখ্য প্রতি শুক্রবার নতুন কুইজ এর জবাব আহ্বান করা হয়। কুইজ বিজয়ীদের পুরস্কারের বই মঠবাড়িয়া “অনলাইন প্রেস ক্লাব এর সভাপতি” সাংবাদিক ইসমাইল হাওলাদারের কাছ থেকে গ্রহণ করা যাবে।

এছাড়া কুইজের বিষয়ে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ – মো: রাসেল সবুজ, ফোন:01711439608

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...